Monday, June 8, 2009

অন্যায় কাজে বাধাদান




السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অন্যায় কাজে বাধাদান


فالأَوَّلُ : عن أَبي سعيدٍ الخُدْريِّ رضي اللَّه عنه قال : سمِعْتُ رسُولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقُولُ : « مَنْ رَأَى مِنْكُم مُنْكراً فَلْيغيِّرْهُ بِيَدهِ ، فَإِنْ لَمْ يَسْتَطعْ فبِلِسَانِهِ ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبقَلبهِ وَذَلَكَ أَضْعَفُ الإِيمانِ » رواه مسلم .

Abu Sa`id Al-Khudri (May Allah be pleased with him) reported:

Messenger of Allah (PBUH) said,

"Whoever amongst you sees an evil, he must change it with his hand; if he is unable to do so, then with his tongue; and if he is unable to do so, then with his heart; and that is the weakest form of Faith".

[Muslim].

আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন ,আমি রাসুলুল্লাহ(সা)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ যখন কোন খারাপ কাজ হতে দেখে সে যেন হাত দিয়ে (শক্তি প্রয়োগে) প্রতিরোধ করে।

যদি সে এ ক্ষমতা না রাখে তবে যেন মুখের (কথার) দ্বারা (জনমতে গঠন করে) তা প্রতিরোধ করে।

যদি সে এ ক্ষমতাটুকুও না রাখে তবে যেন অন্তরের দ্বারা (পরিকল্পিত উপায়ে) এটা প্রতিরোধ করার চেষ্টা করে (বা এর প্রতি ঘৃণা পোষণ করে) আর এটা হল ঈমানের দুর্বলতম (নিম্নতম) স্তর।

الثَّاني : عن ابنِ مسْعُودٍ رضي اللَّه عنه أَنَّ رسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : «مَا مِنَ نَبِيٍّ بعَثَهُ اللَّه في أُمَّةٍ قَبْلِي إِلاَّ كان لَه مِن أُمَّتِهِ حواريُّون وأَصْحَابٌ يَأْخذون بِسُنَّتِهِ ويقْتدُون بأَمْرِه، ثُمَّ إِنَّها تَخْلُفُ مِنْ بعْدِهمْ خُلُوفٌ يقُولُون مَالاَ يفْعلُونَ ، ويفْعَلُون مَالاَ يُؤْمَرون ، فَمَنْ جاهدهُم بِيَدهِ فَهُو مُؤْمِنٌ ، وَمَنْ جاهدهم بقَلْبِهِ فَهُو مُؤْمِنٌ ، ومَنْ جَاهَدهُمْ بِلِسانِهِ فَهُو مُؤْمِنٌ ، وليس وراءَ ذلِك مِن الإِيمانِ حبَّةُ خرْدلٍ » رواه مسلم .

Abdullah bin Mas`ud (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,

"Never a Prophet had been sent before me by Allah to his people but he had, among his people, (his) disciples and companions, who followed his ways and obeyed his command. Then there came after them their successors who proclaimed what they did not practise, and practised what they were not commanded to do. And (he) who strove against them with his hand is a believer; he who strove against them with his heart is a believer; and he who strove against them with his tongue is a believer ; and beyond that there is no grain of Faith".
[Muslim].

ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত;

রাসুলুল্লাহ(সা) বললেন,


আমার পূর্বে কোন জাতির কাছে যে নবীকেই পাঠান হয়েছে, তার সহযোগিতার জন্য তার উম্মাতের মধ্যে একদল সাহায্যকারী ও সাহাবী থাকত। তারা তার সুন্নাতকে আকড়ে ধরত এবং তার নির্দেশের অনুসরণ করত।

এদের পরে এমন লোকের উদ্ভব হল যে, তারা যা বলত তা নিজেরা করত না এবং এমন কাজ করত যা করার নির্দেশ তাদেরকে দেওয়া হয় নি। অতএব এ ধরনের লোকের বিরুদ্ধে যে ব্যক্তি হাত দিয়ে (শক্তি প্রয়োগের মাধ্যমে) জিহাদ করবে, সে মুমিন।

যে অন্তর দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন। আর যে মুখ দিয়ে (মানুষকে বোঝানোর মাধ্যমে) এদের বিরুদ্ধে জিহাদ করবে সেও মুমিন এরপর আর সরিষার দানা পরিমাণও ঈমানের স্তর নেই

[বুখারী ও মুসলিম]

Riyadus Salehin Hadith 184 & 185

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth