Sunday, August 28, 2011

রমাদান ম্যানুয়েল-২৪: আল্লাহর পথে সাওম রাখার পুরস্কার


السلام عليكم
রমাদান ম্যানুয়েল-২: আল্লাহর পথে সাওম রাখার পুরস্কার 


وَعنْ أَبي هُريرة رضِي اللَّه عنْهُ ، قال : قال رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « قال اللَّه عَزَّ وجلَّ : كُلُّ عملِ ابْنِ آدم لهُ إِلاَّ الصِّيام ، فَإِنَّهُ لي وأَنَا أَجْزِي بِهِ . والصِّيام جُنَّةٌ فَإِذا كَانَ يوْمُ صوْمِ أَحدِكُمْ فلا يرْفُثْ ولا يَصْخَبْ ، فَإِنْ سابَّهُ أَحدٌ أَوْ قاتَلَهُ ، فَلْيقُلْ : إِنِّي صَائمٌ . والَّذِي نَفْس محَمَّدٍ بِيدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائمِ أَطْيبُ عِنْد اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ .
للصَّائمِ فَرْحَتَانِ يفْرحُهُما : إِذا أَفْطرَ فَرِحَ بفِطْرِهِ ، وإذَا لَقي ربَّهُ فرِح بِصوْمِهِ » متفقٌ عليه.
وهذا لفظ روايةِ الْبُخَارِي . وفي رواية له : « يتْرُكُ طَعامَهُ ، وَشَرابَهُ ، وشَهْوتَهُ ، مِنْ أَجْلي ، الصِّيامُ لي وأَنا أَجْزِي بِهِ ، والحسنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا » .
 وفي رواية لمسلم : « كُلُّ عَملِ ابنِ آدَمَ يُضَاعفُ  الحسَنَةُ بِعشْر أَمْثَالِهَا إِلى سَبْعِمِائة ضِعْفٍ . قال اللَّه تعالى : « إِلاَّ الصَّوْمَ فَإِنَّهُ لِي وأَنا أَجْزي بِهِ : يدعُ شَهْوتَهُ وَطَعامَهُ مِنْ أَجْلي . لِلصَّائم فَرْحتَانِ :فرحة عند فطره ، فَرْحةٌ عِنْدَ لقَاء رَبِّهِ . ولَخُلُوفُ فيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ ريحِ المِسْكِ» .

আবু হুরায়রা(রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মহান পরাক্রমশালী আল্লাহ বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, সাওম ছাড়া; কারণ তা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দিব;
আর সাওম ঢাল স্বরুপ; কাজেই তোমাদের কেউ যখন সাওম পালন করে সে যেন অশ্লীন কাজ না করে, শোরগোল না করে; যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে তাহলে তার বলা উচিত, আমি রোযাদার;
যার হাতে মুহাম্মদের প্রাণ তাঁর কসম! সাওম পালনকারী মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও সুগন্ধযুক্ত;
সাওম পালনকারীর দুটি আনন্দ, যা সে লাভ করবে;
·       একটি হচ্ছে, সে ইফতারের সময় খুশী হয়;
·       আর দ্বিতীয় আনন্দটি সে লাভ করবে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে তার সাওমের কারণে আনন্দিত হবে।
ইমাম বুখারী ও মুসলিম এ হাদীস রেওয়াত করেছেন; ইমাম বুখারীর আর এক রেওয়াতে বলা হয়েছে- সাওম পালনকারী        

রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস-১২১৮
 
O.H.I 
For More Visit:
      http://www.youtube.com/trueohi
      


বই পড়ুনঃ