Friday, May 21, 2010

আল্লাহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহকে সর্বাধিক গুরুত্ব দেওয়া

আল্লাহ বলেন,

হে নবী! বলে দাও,যদি তোমাদের পিতা,তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী,তোমাদের আত্মীয় -স্বজন,তোমাদের উপার্জিত সম্পদ,তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ ও তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়,তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না৷


আল কুরআন সুরা তাওবা ২৪

be Organized by Holy Islam O.H.I For More Visit: