Wednesday, May 19, 2010

ভাষা শিক্ষায় উদ্যোগী হওয়া


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভাষা শিক্ষায় উদ্যোগী হওয়া


যায়েদ ইবনে সাবিত(রা:) থেকে বর্ণিত। 

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের কিতাবী ভাষা শিক্ষার জন্য আমাকে আদেশ করেন এবং বলেন:
আল্লাহর কসম! আমার পত্রাদির ব্যাপারে আমি ইহুদীদের উপর নিশ্চিন্ত হতে পারি না।
তিনি (রাবী) বলেন, অত:পর অর্ধমাস (১৫ দিন) যেতে না যেতেই আমি সুরিয়ানী  ভাষা আয়ত্ব করে ফেললাম
এ ভাষা শিক্ষার পর থেকে তিনি ইহুদীদের কাছে কোন কিছু লিখতে চাইলে আমিই তা লিখে দিতাম আর তারা যদি তার কাছে কোন চিঠি পাঠাতো, আমিই তা তাকে পড়ে শুনাতাম
















(আত-তিরমিযী:৫ম খন্ডঅনুচ্ছেদ-২২ হাদীস নং-২৬৫২)



be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit: