Wednesday, July 29, 2009

নিজেকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করা

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

নিজেকে দিয়ে দাওয়াতের কাজ শুরু করা


একদা এক ব্যক্তি ইবনে আব্বাস(রা) র কাছে এসে বললেন; আমি দ্বীনের দাওয়াত অর্থাৎ আমর বিল মারুফ (সৎ কাজের আদেশ) এবং নাহী আনিল মুনকারের (অসৎ কাজের নিষেধ) কাজ করতে চাই;

তিনি বললেন তুমি কি উক্ত মর্যাদায় পৌছেছো?

তিনি বললেন হাঁ, আশা তো করি।

ইবনে আব্বাস (রা) বললেন,যদি তুমি মনে করো যে কোরআন মজীদের তিনটি আয়াত কর্তৃক তোমার অপমানিত হবার আশংকা নেই তাহলে অবশ্যই তুমি দ্বীনের দাওয়াতের কাজ করবে;

সে ব্যক্তি জিজ্ঞেস করলেন, আয়াত তিনটি কি? ইবনে আব্বাস (রা) বললেন

প্রথম আয়াতটি হলো

তোমরা কি লোকদেরকে ভাল কাজের নির্দেশ দিচ্ছো আর নিজেদের কথা বেমালুম ভুলে যাচ্ছো? (বাকারা-৪৪)

ইবনে আব্বাস (রা) বললেন, তুমি কি এ আয়াতের উপর ভালোভাবে আমল করছো?

তিনি বললেন, না।

তোমরা কেনো এমন কথা বলো যা নিজেরা করো না? (সুরা সফ-০২)

এ আয়াতের উপর কি তুমি যথাযথ আমল করছো?

তিনি বললেন, না।

শুয়াইব (রা) নিজ জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন;

আমি যে সব খারাপ কাজ করতে তোমাদেরক্ব নিষেধ করছি সে সব কাজ আমি নিজে করবো এমন উদ্দেশ্য আমার নেই; বরং এমন কাজ হতে আমি অনেক দুরে থাকব এবং তোমরা আমার কথা ও কাজে কোন রুপ বেমিল দেখতে পাবে না (হুদ-৮৮)

ইবনে আব্বাস (রা) জিজ্ঞেস করলেন, এ আয়াতের উপর তুমি ভালোভাবে আমল করছো?

তিনি বললেন, না।

তখন ইবনে আব্বাস (রা) বললেন;

যাও সর্বপ্রথম নিজেকে সৎকাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। এ হলো একজন মুবাল্লিগের জন্যে প্রথম সোপান।

(আদ দাওয়াত)

রাহে আমল ২য় খন্ড পৃষ্ঠা নং:৯০-৯২

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth