Sunday, December 7, 2008

Eidul Azha


السلام عليكم
ঈদ মোবারক

ঈদুল আযহা


আল্লাহ বলেন


তাদের গোশতও আল্লাহর কাছে পৌছে না, তাদের রক্তও না; কিন্তু তাঁর কাছে পৌছে যায় তোমাদের তাকওয়া.


আর যখন (কুরবানীর পরে) তাদের (পশুর) পিঠ মাটির সাথে লেগে যায় (প্রাণবায়ু পুরোপুরি বের হয়ে যায়) তখন তা থেকে নিজেরাও খাও এবং তাদেরকেও খাওয়াও যারা পরিতুষ্ট হয়ে বসে আছে এবং তাদেরকেও যারা নিজেদের অভাব পেশ করে; এ পশুগুলোকে আমি এভাবেই তোমাদের জন্য বশীভূত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর.


বল আমার নামায, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামীনের জন্যে; তার কোন শরীক নেই, আমাকে তারই নির্দেশ দেয়া হয়েছে এবং আমি সকলের আগে তার অনুগত.


সুরা হাজ্জ-৩৭,৩৬;আনআম ১৬২-১৬৩


আয়েশা (রা.) থেকে বর্ণিত,


তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ(সা.) বলেছেন-

কোন মানুষ কুরবানীর দিন রক্ত বহানোর চাইতে আল্লাহর কাছে বেশী প্রিয় আর কোন আমলই করতে পারে না; কিয়ামতের দিন যবেহ করা পশু তার শিং, পশম ও খুর নিয়ে হাজির হবে; কুরবানীর রক্ত যমীনে পড়ার আগেই আল্লাহর কাছে তার সওয়াব পৌছে যায়; অতএব তোমরা কুরবানীর মাধ্যমে খুশী ও পবিত্রতা হাসিল কর. [তিরমিযী]

ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ(সা.) শয়তানী পদ্ধতিতে যবেহ করতে নিষেধ করেছেন; আবু ঈসা বর্ণিত হাদীসে আরো উল্লেখ আছে "শরীতাতিশ শাইতান" বা শয়তানী পদ্ধতিতে যবেহ হলঃ যবেহ করে ঘাড়ের রগ না কেটে শরীরের চামড়া তুলে পশুকে এই অবস্থায় রেখে দেয়া, ফলে তা মৃত্যুমুখে পতিত হয়.

আবু দাঊদ হাদীস-২৮২৬


For english click here


জরুরী বিষয়-
৯ই জিলহজ্জ হতে ১৩ই
জিলহজ্জ পর্যন্ত প্রতি ফরজ নামাযের পরে নিম্নোলিখিত দোয়া পড়া ওয়াজিব।

الله أَكْبَر الله أَكْبَر لاإله إلا الله الله أَكْبَر الله أَكْبَر و ِللهِ حَمْد

আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লাহ মহান আল্লাহ মহান এবং প্রশংসা কেবল আল্লাহরই



Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.


be Organized by Holy Islam
O.H.I

For More visit: http://ohioftruth.blogspot.com/