Thursday, April 29, 2010

জ্ঞান গোপণ করা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জ্ঞান গোপণ করা

আবু হুরায়রা (রা) বর্ণিত;
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেনঃ
যে ব্যক্তিকে এমন কোন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হয় যা সে জানে, অথচ গোপণ রাখে, 
ক্বিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম লাগানো হবে.













 তাহক্বীক মিশকাতুল মাসাবীহ (১ম খন্ড) হাদীস নং ২২৩, তিরমিযী ২৬৪৯
 

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

Friday, April 23, 2010

দ্বীনের কথা পৌছিয়ে দেয়া


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দ্বীনের কথা পৌছিয়ে দেয়া

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা) বর্ণিত;
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ
আল্লাহ সেই ব্যক্তির মুখ উজ্জল করুন যে আমার কোন কথা শুনেছে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবেই অন্যের কাছে তা পৌছিয়ে দিয়েছে। অনেক সময় যাকে পৌছানো হয় সে শ্রোতা থেকে অধিক স্মরণকারী হয়
তাহক্বীক মিশকাতুল মাসাবীহ (১ম খন্ড) হাদীস নং ২৩০, তিরমিযী ২৬৫৭  ইবনু মাজাহ ২৩২

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:


Tuesday, April 20, 2010

পৃথিবীতে ভ্রমণ কর


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পৃথিবীতে ভ্রমণ কর

আল্লাহ বলেছেন

বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন; অতঃপর আল্লাহ্‌ পুর্নবার সৃষ্টি করবেন. নিশ্চয় আল্লাহ্‌ সবকিছু করতে সক্ষম.
আল্ কুরআন আনকাবুত-২০


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:




Sunday, April 18, 2010

আল্লাহ সবরকারীদের সাথি


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ সবরকারীদের সাথি

আল্লাহ বলেন,

অনেক বারই দেখা গেছে,স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের ওপর বিজয় লাভ করেছে ৷ আল্লাহ সবরকারীদের সাথি ৷
 
আল কুরআন সুরা বাকারা- ২৪৯

be Organized by Holy Islam O.H.I For More Visit: