Wednesday, October 19, 2011

হজ্জের ধারাবাহিক কাজ


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা


tহজ্জের ধারাবাহিক কাজ (তামাত্তু হজ্জ)



তারিখ
স্থান
করণীয় ইবাদত
৮ই যিলহজ্জের পূর্বের কাজ
মীকাত
(১) মীকাত থেকে ইহরাম বাঁধবেন।
মক্কা
(২) কাবা ঘরে উমরার তাওয়াফ করবেন।
(৩) সাঈ করবেন।
(৪) চুল কেটে হালাল হয়ে যাবেন।
হজ্জের ধারাবাহিক কাজ
৮ই যিলহজ্জ (তারউইয়্যার দিন)
মিনা
মক্কার যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে সূর্যোদয়ের পর মিনায় রওয়ানা হবেন। সেখানে যুহরআসরমাগরিবএশা ও ৯ই যিলহজ্জের ফজরের সালাত আদায় করবেন। প্রত্যেক সালাত কছর হিসেবে আদায় করবেন।
৯ই যিলহজ্জ
(আরাফার দিন)


আরাফা ময়দান
(১) সূর্যোদয়ের পর আরাফাতে রওয়ানা হবেন।
(২) যুহরের প্রথম ওয়াক্তে যুহর ও আসর পড়বেন একত্রে পরপর দুই দুই রাকআত করে।
(৩) সূর্যাস্তের পর মুযদালিফায় রওয়ানা করবেন। মাগরিব-এশা সেখানেই পড়বেন। সালাত কছর হিসেবে আদায় করবেন।
(৪) সেখানে রাত্রি যাপন করে প্রথম ওয়াক্তে অন্ধকার থাকতেই ফজর পড়বেন।
(৫) আকাশ ফর্সা হওয়া পর্যন্ত কেবলামুখী হয়ে হাত তুলে দীর্ঘ সময় দোয়া ও মোনাজাতে মশগুল থাকবেন।
(৬) বড় জামারায় নিক্ষেপের জন্য ৭টি কংকর এখান থেকে কুড়াতে পারেন।
১০ ই যিলহজ্জ (ঈদের দিন)
মিনা
(১) বড় জামরায় ৭টি কংকর নিক্ষেপ করবেন। অতঃপর ইহরামের কাপড় বদলিয়ে সাধারণ পোষাক পরে ফেলবেন।পাথর নিক্ষেপের পর স্ত্রী-সহবাস ছাড়া সবকছিুই হালাল হবে।
(২) কুরবানী করবেন। মনে রাখবেন মীনার যেকোন স্থানেই কুরবানী করা জায়েজ অনুরুপ ভাবে মাক্কাহতেও
(৩) মাথা মুন্ডন করবেন/চুল কাটবেন। তবে মুন্ডন করা উত্তম।
মাক্কাহ
(৪) ঐ দিনই সন্ধ্যার পূর্বেই তাওয়াফে ইফাদা করবেন। তৎসঙ্গে সাঈও করবেন। কিন্তু তাওয়াফের পূর্বেই যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে জামরায় পাথর নিক্ষেপের পূর্বে যেমন ইহরাম অবস্থায় ছিলেন তাওয়াফ সম্পন্ন না করা র্পযন্ত সে অবস্থায় ফিরে যাবেন এ তাওয়াফের দ্বারাই স্ত্রী সহবাসও হালাল হয়ে যাবে এদিন তাওয়াফে ইফাদা করতে না পারলে ১১ বা ১২ তারিখেও করতে পারবেন। তবে ইহরাম বেঁধে করতে হবে।
(৫) মিনায় রাত্রি যাপন করবেন।
১১ ই যিলহজ্জ
(আইয়ামে তাশরীক) ১ম দিন
মিনা
(১) দুপুরের পর সিরিয়াল ঠিক রেখে প্রথমে ছোটমধ্যম ও এর পরে বড় জামরায় প্রত্যেকটিতে ৭টি করে কংকর নিক্ষেপ করবেন।
(২) মিনায় রাত্রি যাপন করবেন।
১২ ই যিলহজ্জ
(আইয়ামে তাশরীক) ২য় দিন
মিনা
(১) পূর্বের নিয়ম অনুযায়ী ৩টি জামরায় ৭+৭+৭=২১টি কংকর নিক্ষেপ করবেন। দুপুরের আগে কংকর নিক্ষেপ করবেন না।
(২) সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন। তা না পারলে আজ দিবাগত রাতও মিনায় কাটাবেন।
১৩ ই যিলহজ্জ
(আইয়ামে তাশরীক) ৩য় দিন
মিনা
(১) যারা গত রাত মিনায় কাটিয়েছেন তারা আজ দুপুরের পর পূর্ব দিনের নিয়মেই ৭টি করে মোট ২১ টি কংকর মারবেন। অতঃপর মিনা ত্যাগ করবেন।
অতঃপর
মাক্কাহ
দেশে ফেরার পূর্বে বিদায়ী তাওয়াফ করবেন



be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/