السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
অতিরিক্ত দুনিয়া প্রীতি
সাওবান (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
অচিরেই আমার উন্মাতের উপর এমন সময় আসবে যখন দুনিয়ার বিভিন্ন জাতি তাদের দিকে এমন ভাবে ধাবিত হবে- যেমন ক্ষুধার্ত খাদ্যের দিকে ধাবিত হয়
এক ব্যক্তি জিজ্ঞেস করল, তখন কি আমাদের সংখ্যাল্পতার কারণে এরুপ হবে? তিনি বললেন-না, সেদিন বরং তোমাদের সংখ্যা হবে অনেক. কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে ভাসমান খড়কুটা সমতূল্য; আল্লাহ তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের প্রভাব মুছে দিবেন এবং তোমাদের মনে তাদের ভয় সৃষ্টি করে দিবেন;
এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! আমাদের মনে এই দূর্বলতা ও ভীতি সঞ্চার হওয়ার কারণ কি? তিনি বললেন-
দুনিয়ার ভালোবাসা ও মৃত্যূর প্রতি ঘৃণা.
[সুনান আবু দাঊদ]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ৩৭০]
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: