Saturday, June 18, 2011

পিতা-মাতার সাথে সদ্ব্যবহার



السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও এবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব-ব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমকদিও না এবং বল তাদেরকে শিষ্ঠাচারপূর্ণ কথা।  
তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
(আল কুরআন সুরা বনী ঈসরাইল আয়াত ২৩-২৪)

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি; তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে. তার দুধ ছাড়ানো দুই বছরে হয়. অতএব আল্লাহ ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও. অবশেষে আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে

(আল কুরআন সুরা লোকমান আয়াত -১৪)

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ


আমি মানুষকে পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে।


(আল কুরআন সুরা আনকাবুত আয়াত -)


عن أبي عبد الرحمن عبد اللَّه بن مسعود رضي اللَّه عنه قال سأَلتُ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَيُّ الْعملِ أَحبُّ إلى اللَّهِ تَعالى ؟ قالالصَّلاةُ على وقْتِهَا قُلْتُ : ثُمَّ أَيُّ ؟ قال بِرُّ الْوَالِديْن قلتُ : ثُمَّ أَيُّ ؟ قال لجِهَادُ في سبِيِل اللَّهِ متفقٌ عليه

আব্দুল্লাহ ইবনে মাসঊদ(রাঃ) থেকে বর্ণিতআমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলামকোন কাজ আল্লাহ বেশী পছন্দ করেন?রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- সময়মত নামাজ আদায়। জিজ্ঞেস করলামএরপর কোনটি? তিনি বললেন,  পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। জিজ্ঞেস করলামএরপর কোনটি? তিনি বললেনআল্লাহর পথে জিহাদ।

وعنه رضي اللَّه عنه قال جَاءَ رَجُلٌ إلى رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فقال يا رسول اللَّه مَنْ أَحَقُّ النَّاسِ بحُسنِ صَحَابَتي ؟ قال أُمُّك قال : ثُمَّ منْ ؟ قال أُمُّكَ قال : ثُمَّ مَنْ ؟ قال أُمُّكَ قال : ثُمَّ مَنْ ؟ قال أَبُوكَ متفقٌ عليه    

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন,হে আল্লাহর রাসুল!আমার কাছ থেকে সদ্ব্যবহার ও সসংগ পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী কে? তিনি বলেনঃ তোমার মা সে বলল,অতঃপর কে?তিনি বলেনঃ তোমার মা  সে বলল,অতঃপর কে?তিনি বলেনঃ তোমার মা  সে বলল,অতঃপর কে? তিনি বলেনঃ তোমার পিতা 

وعنه عن النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال رغِم أَنْفُ ، ثُم رغِم أَنْفُ ، ثُمَّ رَغِم أَنف مَنْ أَدرْكَ أَبَويْهِ عِنْدَ الْكِبرِ أَحدُهُمَا أَوْ كِلاهُما ، فَلمْ يدْخلِ الجَنَّةَ
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ধ্বংস হোক। সে ধ্বংস হোক। সে ধ্বংস হোক। যে তার জীবনেপিতা-মাতা উভয়কে বা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারল না।
وعن أبي  الدَّرْادءِ رضي اللَّه عنه أَن رَجُلاً أَتَاهُ فقال إِنَّ لي امْرَأَةً وإِن أُمِّي تَأْمُرُني بِطَلاَقِها ؟ فقال سَمِعْتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقولُ الْوالِدُ أَوْسطُ أَبْوابِ الجَنَّةِ ، فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذلِك الْبابَ ، أَوِ احفظْهُ رواه الترمذي وقال : حديثٌ حسنٌ صحيح
আবু দারদা(রা) থেকে বর্ণিতএকজন লোক আমার কাছে এসে জিজ্ঞেস করলআমার স্ত্রীকে আমার মা তালাক দিতে আদেশ করেন। আমি তাকে বললাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতা-মাতা হল জান্নাতের দরজাযদি তুমি চাও এ দরজাকে রক্ষা করতে পারবা হারাতে পার
(রিয়াদুস সালেহীন হাদীস নং-৩১২,৩১৬,৩১৭,৩৩৪)



বিস্তারিত পড়ুনঃ

·        বিশ্ব বাবা দিবস : শরীয়তের দৃষ্টিকোণ

·        বাবাকে নিয়ে একটি প্রেজেন্টেশন


be 
Organized by Holy Islam 
O.H.I