Friday, July 31, 2009

কথা ও কাজের অমিল

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

কথা ও কাজের অমিল


আল্লাহ বলেন,

তোমরা কেনো এমন কথা বলো যা নিজেরা করো না?

(সুরা সফ-০২)

আনাস (রা) হতে বর্ণিত;

তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে এ মন কিছু ব্যক্তিকে দেখেছি যাদের ঠোঁটগুলি আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হচ্ছিল; আমি জিবরীল (আ) কে জিজ্ঞেস করলাম;

এ সব লোক কারা?

তিনি বললেন

এরা আপনার উন্মতের খতীব (বক্তা) যারা মানুষকে নেক কাজের নির্দেশ দিতো আর নিজেদের ব্যাপারে উদাসীন থাকতো; অর্থাৎ বাস্তব জীবনে নিজেরা তা পালন করতো না.

(মিশকাত)

রাহে আমল ২য় খন্ড পৃষ্ঠা ৮৯

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth