السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
অভাবীদের উপকারে নিয়োজিত থাকে যারা
আল্লাহ বলেন,
তোমার অন্তরকে এমন লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যারা নিজেদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সকাল ও সন্ধ্যায় তাকে ডাকে; আর তাদের দিক থেকে কখনও অন্যদিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো না
(আল কুরআন সুরা কাহফ:২৮)
আবু হুরায়রা (রা.) বলেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন,
যে ব্যক্তি গরীব, অভাবী, অসহায় ও বিধবাদের সাহায্যের জন্য দৌড়ঝাপ করে, সে আল্লাহর পথে (জিহাদে) ব্যস্ত ব্যক্তির সমতুল্য;
(বর্ণনাকারী বলেন) আমার মনে হয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন- সে রাত জেগে অবিরাম নফল নামায আদায়কারী এবং অবিরত নফল রোযা পালনকারীর সমতুল্য.
eeএন্তেখাবে হাদীস হাদীস নং ২৬৯
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/
http://www.youtube.com/user/TrueOHI
http://www.somewhereinblog.net/blog/ohioftruth