দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ আরশে আসীন, সর্বত্র বিরাজমান নন
আল্লাহ বলেন,
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ
প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব,যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন৷তারপর তিনি আরশে সমাসীন হন৷
আল কুরআন সুরা আল আ’রাফঃ৫৪
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِؕ
আসলে তোমাদের রব সেই আল্লাহই,যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরশে অধিষ্টিত হয়েছেন
আল কুরআন সুরা ইউনুছ ৩
اللّٰهُ الَّذِىۡ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيۡرِ عَمَدٍ تَرَوۡنَهَا ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ
আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও৷তারপর তিনি নিজের আরশে সমাসীন হয়েছে৷
আল কুরআন সুরা রা’দ ২
الرَّحۡمٰنُ عَلَى الۡعَرشِ اسۡتَوٰى
তিনি পরম দয়াবান৷আরশে সমাসীন৷
আল কুরআন সুরা ত্বহা ৫
الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِۛۚ
তিনিই ছয়দিনে আকাশ মন্ডলী ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব তৈরি করে রেখে দিয়েছেন,তারপর তিনিই (বিশ্ব-জাহানের সিংহাসন) আরশে সমাসীন হয়েছেন
আল কুরআন সুরা ফুরকান ৫৯
اَ للّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِؕ
আল্লাহই আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং এরপর আরশে সমাসীন হয়েছেন ৷
আল কুরআন সুরা সাজদাহ ৪
هُوَ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ
তিনিই আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে সমাসীন হয়েছেন৷
আল কুরআন সুরা হাদীদ ৪
be Organized by Holy Islam O.H.I For More Visit: