السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
কথাবার্তায় শিষ্টাচার
আল্লাহ বলেন,
পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন কর এবং কন্ঠস্বর নীচু কর. নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর.
(আল কুরআন সুরা লোকমান:১৯ )
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে (থেমে থেমে) কথা বলতেন যে, কোন গণনাকারী গুণতে ইচ্ছা করলে তার কথাগুলোকে শব্দে শব্দে গুণনা করতে পারতেন.
তিনি দ্রুত ও অনর্গল কথা বলতেন না. তিনি ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলতেন.
(আয়েশা (রা.) থেকে বর্ণিতবুখারী শরীফ:৩৩০৪)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সবচেয়ে নিকৃষ্ট লোক সে, যার অশ্লীন কথা-বার্তা থেকে বাঁচার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে.
আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হল ঝগড়াটে লোক.
(আয়েশা (রা.) থেকে বর্ণিত; বুখারী শরীফ:৫৬১৯ ও ৬৬৮৫ )
অসন্তোষের সময় তিনি বলতেন তার কি হয়েছে তার চেহারা ধুলমলিন হোক।
আনাস (রা.) থেকে বর্ণিত,এন্তেখাবে হাদীস হাদীস-২১৪
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.blogspot.com/
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/