Sunday, May 22, 2011

এতিম প্রতিপালন


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
এতিম প্রতিপালন


فِي الدُّنْيَا وَالآخِرَةِ وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلاَحٌ لَّهُمْ خَيْرٌ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاء اللّهُ لأعْنَتَكُمْ إِنَّ اللّهَ عَزِيزٌ حَكِيمٌ
দুনিয়া ও আখেরাতের বিষয়ে। আর তোমার কাছে জিজ্ঞেস করেএতীম সংক্রান্ত হুকুম। বলে দাওতাদের কাজ-কর্ম সঠিকভাবে গুছিয়ে দেয়া উত্তম আর যদি তাদের ব্যয়ভার নিজের সাথে মিশিয়ে নাওতাহলে মনে করবে তারা তোমাদের ভাই । বস্তুতঃ অমঙ্গলকামী ও মঙ্গলকামীদেরকে আল্লাহ্‌ জানেন। আল্লাহ্‌ যদি ইচ্ছা করতেনতাহলে তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালীমহাপ্রজ্ঞ। 

সুরা বাকারা-২২০
وَآتُواْ الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلاَ تَتَبَدَّلُواْ الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا

এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল-বদল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না। নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ।

সুরা নিসা-২


وَابْتَلُواْ الْيَتَامَى حَتَّىَ إِذَا بَلَغُواْ النِّكَاحَ فَإِنْ آنَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُواْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلاَ تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُواْ وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُواْ عَلَيْهِمْ وَكَفَى بِاللّهِ حَسِيبًا
আর এতীমদের প্রতি বিশেষভাবে নজর রাখবেযে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে। যদি তাদের মধ্যে বুদ্ধি-বিবেচনার উন্মেষ আঁচ করতে পারতবে তাদের সম্পদ তাদের হাতে অর্পন করতে পার। এতীমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা স্বচ্ছল তারা অবশ্যই এতীমের মাল খরচ করা থেকে বিরত থাকবে। আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে। যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পণ করতখন সাক্ষী রাখবে। অবশ্য আল্লাহ্‌ই হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট। 
সুরা নিসা-৬

إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا

যারা এতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে।
সুরা নিসা-১০


وَأَن تَقُومُواْ لِلْيَتَامَى بِالْقِسْطِ وَمَا تَفْعَلُواْ مِنْ خَيْرٍ فَإِنَّ اللّهَ كَانَ بِهِ عَلِيمًا...

...আর অক্ষম শিশুদের বিধান এই যেএতীমদের জন্যে ইনসাফের উপর কায়েম থাক। তোমরা যা ভাল কাজ করবেতা আল্লাহ্‌ জানেন।
সুরা নিসা-১২৭


أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
তিনি কি আপনাকে এতীমরূপে পাননিঅতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
 তিনি আপনাকে পেয়েছেন পথহারাঅতঃপর পথপ্রদর্শন করেছেন।
 তিনি আপনাকে পেয়েছেন নিঃস্বঅতঃপর অভাবমুক্ত করেছেন। 
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;
 সওয়ালকারীকে ধমক দেবেন না।  
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
সুরা আদ্ব দোহাঃ ৬-১১


أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

আপনি কি দেখেছেন তাকেযে বিচারদিবসকে মিথ্যা বলে?
সে সেই ব্যক্তিযে এতীমকে গলা ধাক্কা দেয়
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
সুরা মাঊনঃ ১-৩
وَلاَ تَقْرَبُواْ مَالَ الْيَتِيمِ إِلاَّ بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُواْ بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُولاً

আরএতিমের মালের কাছেও যেয়ো নাএকমাত্র তার কল্যাণ আকাংখা ছাড়াসংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পন করা পর্যন্ত এবং অঙ্গীকার পূর্ন কর। নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।       
সুরা বনী ঈসরাইলঃ৩৪


সায়াল ইবনে সায়াদ(রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
আমি এবং ইয়াতীম ও কাংগালের লালন-পালন কারী জান্নাতে এভাবে অবস্থান করব। এ বলে রাসুলুল্লাহ(সাঃ) তার শাহাদাত এবং মধ্যাঙ্গুলীর মধ্যে সামান্য ফাঁক করে দিয়ে সে দিকে ইঙ্গিত করলেন।
[বুখারী,মুসলিম] হাদীস নং-১৬০ হাদীসের আলোকে মানব জীবন ১ম খন্ড

আবু হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
মুসলিমদের ঘরের মধ্যে সেই ঘরটি সবচেয়ে উত্তম যে ঘরে কোন ইয়াতীম বাস করে এবং তার সাথে উত্তম ব্যবহার করা হয়। আর মুসলিমদের সেই ঘরটি সবচেয়ে নিকৃষ্ট যেখানে কোন ইয়াতীম বাস করে এবং তার সাথে নির্দয় ব্যবহার করা হয়
[ইবনে মাযাহ] হাদীস নং-১৬১ হাদীসের আলোকে মানব জীবন ১ম খন্ড

খোয়াইলেদ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
হে আল্লাহ! আমি দু’রমের দূর্বল লোকের অধিকারকে পবিত্র বলে ঘোষণা করছি। তাদের একজন ইয়াতীম ও অপরজন নারী
[নাসায়ী] হাদীস নং-১৬২ হাদীসের আলোকে মানব জীবন ১ম খন্ড

আবু হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
একজন লোক রাসুলুল্লাহ (সাঃ) র কাছে তার অন্তরের কাঠিন্য সম্পর্কে অভিযোগ করলে তিনি বললেনঃ ইয়াতীমের মাথায় হাত বুলাও আর গরীব মিসকীনকে খাবার দাও
[মিশকাত] হাদীস নং-১৭৬ রাহে আমল ১ম খন্ড

জাবির (রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
সাবধান! তোমার সম্পদ বাচানোর জন্যে ইয়াতীমের সম্পদ নষ্ট করো না এবং তার সম্পদ দিয়ে নিজের সম্পদ বৃদ্ধি করো না
[মুজামে তিবরানী] হাদীস নং-১৭৯ রাহে আমল ১ম খন্ড
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত।
রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ
যে ব্যক্তি কোন ইয়াতীমকে আশ্রয় দেয়। নিজের খানাপিনার সঙ্গী করে। আল্লাহ তার জন্যে জান্নাত সুনিশ্চিতভাবে ওয়াজিব করে নিয়েছেন। অবশ্য সে যদি এমন কোন পাপ কাজ না করে যা ক্ষমার অযোগ্য।

[মিশকাত] হাদীস নং-১৬৭ রাহে আমল ১ম খন্ড



বিস্তারিত পড়ুনঃ



be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit: