Tuesday, June 2, 2009

অন্যকে অগ্রাধিকার প্রদানের নমুনা



السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

অন্যকে অগ্রাধিকার প্রদানের নমুনা


আল্লাহ বলেন,

আর তারা নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভুক্ত থাকে.

(সুরা হাশর ৯)

আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্থ, পিতৃহীন ও বন্দীকে দান করে.

(সুরা দাহর ৮)


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটি লোক এসে বলল, আমি ভীষন ক্ষুধার্থ.

নবী (স) তার এক স্ত্রীর কাছে লোক পাঠালেন; তার স্ত্রী বললেন, শপথ সেই সত্তার, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমার নিকট পানি ছাড়া আর কিছুই নেই.

আরেক স্ত্রীর কাছে পাঠালে তিনিও অনুরুপ জওয়াব দিলেন, এমনকি একে একে প্রত্যেকে একই রকম জওয়াব দিলেন, বললেন, শপথ সেই সত্তার যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন! আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই.

নবী(স) সাহাবাদের বলেন, আজ রাতে কে এই লোকের মেহমানদারি করবে?

এক আনসারী বলেন, আমি হে আল্লাহর রাসূল.

তিনি তাকে সাথে নিয়ে নিজের ঘরে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলূল্লাহ (স) এর মেহমানের যথাযথ খাতির-সমাদর করো.

আরেক রিওয়ায়াতে আছে, আনসারী তার স্ত্রীকে বললেন, তোমার কাছে (খাবার) কিছু আছে কি?

তিনি বলেন, বাচ্চাদের খাবার ছাড়া আর কিছু নেই।

আনসারী বললেন, বাচ্চাদের কিছু একটা দিয়ে ভুলিয়ে রাখ এবং ওরা সন্ধ্যার খানা চাইলে ওদের ঘুম পারিয়ে দিয়ো. আমাদের মেহমান (ও খানা) যখন এসে যাবে, তখন বাতি নিভিয়ে দিও, আর তাকে এটাই বোঝাবে যে, আমরাও খানা খাচ্ছি।

তারা সবাই বসে গেলেন। এদিকে মেহমান খানা খেলেন এবং তারা উভয়ে সারারাত উপোস কাটিয়ে দিলেন।

পরদিন প্রত্যূষে তিনি নবী (স) কাছে গেলেন। তখন নবী (স) বলেন, এ রাতে মেহমানের সাথে তোমরা যে আচরন করেছো , তাতে আল্লাহ সন্তোষ প্রকাশ করেছেন

[বুখারী ও মুসলিম]

Riyadus Salehin Hadith 564

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth