Wednesday, May 6, 2009

এ সব কিছুই অকাট্য সত্য

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

এ সব কিছুই অকাট্য সত্য


আল্লাহ বলেন,

তোমরা যদি কারও অধীন না হয়ে থাক এবং নিজদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাক তাহলে মৃত্যূপথযাত্রীর প্রাণ যখন কন্ঠনালীতে উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে, সে মৃত্যূমুখে পতিত হচ্ছে সেসময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আন না কেন ?

সে সময় তোমাদের চেয়ে আমিই অধিকতর নিকটে থাকি; কিন্তু তোমরা দেখতে পাও না;
মৃত সেই ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভকারি হয়ে থাকে তাহলে তার জন্যে রয়েছে আরাম- আয়েশ, উত্তম রিযিক এবং নিয়ামতে ভরা জান্নাত।

আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক;

আর যে যদি অস্বীকারকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামে ঠেলে দেয়ার ব্যবস্থা;

এ সব কিছুই অকাট্য সত্য; অতএব আপনার মহান রবের নামের তাসবীহ- তথা পবিত্রতা ঘোষণা করুন।

(আল কুরআন সুরা ওয়াকিয়া: ৮৪-৯৬)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/

Download bangle font & paste it in your fonts (Control panel)

Just click it


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth