Wednesday, October 7, 2009

পানাহারের শুরুতে বিসমিল্লাহ


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পানাহারের শুরুতে বিসমিল্লাহ



عن عُمَرَ بنِ أبي سلَمَة رضي اللَّه عنهما قال: قال لي رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: «سَمِّ اللَّه وكُلْ بِيمِينكَ ، وكُلْ مِمَّا يَلِيكَ». متفقٌ عليه.
উমার ইবনে আবু সালামা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন
 “বিসমিল্লাহ (আল্লাহর নামে শুরু করছি) বলো, ডান হাতে খানা খাও এবং তোমার নিকটের খাবার থেকে খাও
[বুখারী ও মুসলিম]

রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস-৭২৮
وعن عَائشة رضي اللَّه عنها قالَتْ: قالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: «إذا أكل أَحَدُكُمْ فَليَذْكُر اسْمَ اللَّه تعالى، فإنْ نسي أَنْ يَذْكُرَ اسْمَ اللَّه تَعَالَى في أَوَّلِهِ، فَليَقُلْ: بِسْمِ اللَّه أَوَّلَهُ وَآخِرَهُ».
رواه أبو داود، والترمذي، وقال: حديث حسن صحيح.

আইশা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
 তোমাদের কেউ যখন খানা খায়, তখন শুরুতে যেন আল্লাহর নাম নেয়; সে শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে গেলে যেন বলেঃ বিসমিল্লাহ আওইয়ালাহু ওয়া আখিরাহু (প্রথমে ও শেষে আল্লাহর নামে)   
[আবু দাঊদ ও তিরমিযী]
রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস-৭২৯
Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: