Wednesday, November 11, 2009

জীবনে একবার হজ্জ করা ফরজ


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জীবনে একবার হজ্জ করা ফরজ

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন; তিনি বললেন
হে মানবমন্ডলী! আল্লাহ তোমাদের উপর হজ্জ ফরজ করেছেন; কাজেই তোমরা হজ্জ করবে; তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল প্রতি বছর কি হজ্জ করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল; অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- “আমি যদি হ্যা বলতাম, তাহলে তা ফরজ হয়ে যেত’ কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হত না ” তিনি আরো বললেন, “যে ব্যাপারে আমি তোমাদের কিছু বলিনি সে বিষয় সেরুপ থাকতে দাও; কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশী প্রশ্ন করার ও তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছে; কাজেই আমি যখন তোমাদের কোন বিষয় নির্দেশ দেই, তোমরা তা যথাসাধ্য পালন করবে, আর যখন কোন বিষয়ে নিষেধ করি তখন তা পরিত্যাগ করবে ”
 
[সহীহ মুসলিম হাদীস নং ৩১২০]

Bangla reading problem visit:



be Organized by Holy Islam 
O.H.I
For More Visit: