السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জীবনে একবার হজ্জ করা ফরজ
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন; তিনি বললেন
হে মানবমন্ডলী! আল্লাহ তোমাদের উপর হজ্জ ফরজ করেছেন; কাজেই তোমরা হজ্জ করবে; তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল প্রতি বছর কি হজ্জ করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস করল; অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- “আমি যদি হ্যা বলতাম, তাহলে তা ফরজ হয়ে যেত’ কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হত না ” তিনি আরো বললেন, “যে ব্যাপারে আমি তোমাদের কিছু বলিনি সে বিষয় সেরুপ থাকতে দাও; কেননা তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশী প্রশ্ন করার ও তাদের নবীদের সাথে মতবিরোধ করার কারণেই ধ্বংস হয়েছে; কাজেই আমি যখন তোমাদের কোন বিষয় নির্দেশ দেই, তোমরা তা যথাসাধ্য পালন করবে, আর যখন কোন বিষয়ে নিষেধ করি তখন তা পরিত্যাগ করবে ”
[সহীহ মুসলিম হাদীস নং ৩১২০]
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit: