Monday, November 9, 2009

সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ না করা

আলি (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোন ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌছার মত পাথেয় ও বাহনের মালিক হওয়া সত্ত্বেও যদি হজ্জ না করে তবে সে ইহুদী হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক তাতে আল্লাহর কোন পরওয়া নেই;
কারণ আল্লাহ তায়ালা তাঁর কিতাবে বলেন-
মানুষের মধ্যে যার সেখানে যাবার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার অবশ্য কর্তব্য
(সুরা ইমরান-৯৭)”
 
[সহীহ তিরমিযী হাদীস নং ৭৫৯]

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: