Tuesday, October 13, 2009

সামর্থ্যবানের হজ্জ করা আবশ্যক


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

সামর্থ্যবানের হজ্জ করা আবশ্যক




وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না;  আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।

সুরা আল ইমরান-৯৭


 وَعَنْهُ قالَ : سَمِعْتُ رسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقولُ : « منْ حجَّ فَلَم يرْفُثْ ، وَلَم يفْسُقْ ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ » . متفقٌ عليه .


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;

তিনি বলেন,আমি রাসুলুল্লাহ (সা)কে বলতে শুনেছিঃ

“যে ব্যক্তি হজ্জ করে, তার মধ্যে অশ্লীন ও অন্যায় আচরণ করেনি, সে নিজের গুনাহ থেকে তার জন্ম দিনের মত মুক্ত ও পাক-পবিত্র হয়ে ফিরে যায়”

·        হজ্জ নিয়ে বিস্তারিত ভিডিও ডকুমেন্টারী দেখতে ক্লিক করুন

রিয়াদুস সালেহীন হাদীস ১২৭৪



Bangla reading problem visit:




be Organized by Holy Islam
O.H.I
For More Visit: