দৈনন্দিন পথনির্দেশিকা
সামর্থ্যবানের হজ্জ করা আবশ্যক
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً وَمَن كَفَرَ فَإِنَّ الله غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌছার। আর যে লোক তা মানে না; আল্লাহ সারা বিশ্বের কোন কিছুরই পরোয়া করেন না।
সুরা আল ইমরান-৯৭
وَعَنْهُ قالَ : سَمِعْتُ رسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقولُ : « منْ حجَّ فَلَم يرْفُثْ ، وَلَم يفْسُقْ ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ » . متفقٌ عليه .
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
তিনি বলেন,আমি রাসুলুল্লাহ (সা)কে বলতে শুনেছিঃ
“যে ব্যক্তি হজ্জ করে, তার মধ্যে অশ্লীন ও অন্যায় আচরণ করেনি, সে নিজের গুনাহ থেকে তার জন্ম দিনের মত মুক্ত ও পাক-পবিত্র হয়ে ফিরে যায়”
রিয়াদুস সালেহীন হাদীস ১২৭৪
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: