يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآَنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُون وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآَيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيم
Believers! Be upright bearers of witness for Allah,
and do not let the enmity of any people move you to deviate from
justice.
Act justly, that is nearer to God-fearing.
And fear Allah.
Surely Allah is well aware of what you do.
Allah has promised those who believe and do righteous deeds forgiveness from sins and a great reward.
As for those who disbelieve and give the lie to Our signs,
they are destined for the Blazing Flame.
হে ঈমানদারগণ! সত্যনীতির উপর স্থায়ীভাবে দন্ডায়মান ও ইনসাফের সাক্ষ্যদাতা হও;
কোন বিশেষ দলের শত্রু তা তোমাদের যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ ত্যাগ করে ফেলবে;
ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা কর;
এটি আল্লাহভীতির সাথে বেশী সামঞ্জস্যশীল;
আল্লাহকে ভয় করে কাজ করতে থাক;
তোমরা যা কিছু কর আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন;
যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন যে তাদের ভূল-ক্রটি মাফ করে দেয়া হবে এবং তারা বড় প্রতিফল পাবে.
কিন্তু যারা কুফরী করবে এবং আল্লাহর আয়াত সমুহকে মিথ্যা মনে করে অমান্য করে তারা জাহান্নামী হবে.
(আল কোরআন সুরা মায়েদা ৮-১০)
and do not let the enmity of any people move you to deviate from
justice.
Act justly, that is nearer to God-fearing.
And fear Allah.
Surely Allah is well aware of what you do.
Allah has promised those who believe and do righteous deeds forgiveness from sins and a great reward.
As for those who disbelieve and give the lie to Our signs,
they are destined for the Blazing Flame.
(Al Qur'an Sura Mayeda 8-10)
হে ঈমানদারগণ! সত্যনীতির উপর স্থায়ীভাবে দন্ডায়মান ও ইনসাফের সাক্ষ্যদাতা হও;
কোন বিশেষ দলের শত্রু তা তোমাদের যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ ত্যাগ করে ফেলবে;
ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা কর;
এটি আল্লাহভীতির সাথে বেশী সামঞ্জস্যশীল;
আল্লাহকে ভয় করে কাজ করতে থাক;
তোমরা যা কিছু কর আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন;
যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন যে তাদের ভূল-ক্রটি মাফ করে দেয়া হবে এবং তারা বড় প্রতিফল পাবে.
কিন্তু যারা কুফরী করবে এবং আল্লাহর আয়াত সমুহকে মিথ্যা মনে করে অমান্য করে তারা জাহান্নামী হবে.
(আল কোরআন সুরা মায়েদা ৮-১০)