السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জনপ্রতিনিধির বত্তৃতা নমুনা-২
দ্বিতীয় খলিফা হযরত উমর (রা) খলিফা নিযুক্ত হবার পর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছিলেন-
মুসলিম জনতা! আল্লাহ তোমাদের ও আমাকে এক সাথে শামিল করে দিয়েছেন। আর আমার প্রাক্তন দুই সঙ্গীর পর আমাকে জীবিত ও অবশিষ্ট রেখেছেন।
আল্লাহর শপথ, আমার সন্মুখে যে সকল ব্যাপার উপস্থাপিত হবে, তা সবই আমি মীমাংসা করব। আর যা কিছু আমার অগোচরে থেকে যাবে, সেই বিষয়ে আমি পূর্ণ দায়িত্বজ্ঞান ও আল্লাহর ভয় সহকারে চেষ্টা করব।
বস্তুতঃ লোকেরা যদি আমার প্রতি ইহসান ও কল্যাণের আচরণ গ্রহণ করে, আমিও তাদের সাথে অনুরুপ ব্যবহারই করব। কিন্তু যদি কেউ খারাপ ও অবাঞ্চনীয় আচরণ অবলম্বন করে, তাহলে আমিও তাকে কঠোর শাস্তি দান করব।
(তথ্যসুত্র- খিলাফতে রাশিদা: মাওলানা আবদূর রাহীম)
Bangla reading problem:
If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)
Then if you can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link
be Organized by Holy Islam
O.H.I