Thursday, December 4, 2008

Which deed is the best?

السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

কোন কাজটি উত্তম?


وَعنْهُ قال : سُئِلَ النبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : أَيُّ العَمَلِ أَفضَلُ ؟ قال : « إيمانٌ بِاللَّهِ ورَسُولِهِ» قيل : ثُمَّ ماذَا ؟ قال : « الجِهَادُ في سَبِيلِ اللَّهِ » قيل : ثمَّ ماذَا ؟ قَال : « حَجٌ مَبرُورٌ » متفقٌ عليهِ .

المَبرُورُ هُوَ الَّذِي لا يَرْتَكِبُ صَاحِبُهُ فِيهِ معْصِية


Abu Hurairah (May Allah be pleased with him) reported:

The Messenger of Allah (PBUH) was asked,

Which deed is the best?''

He (PBUH) replied, "Faith in Allah and His Messenger.''

Then he was asked: "What is next?''

He replied, "Jihad (holy fighting) in the Cause of Allah.''

Then he was asked, "What is after that?''

He (PBUH) replied, "Hajj Mabrur (an accepted pilgrimage).

[Al-Bukhari and Muslim].


আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করা হয়েছিল,

কোন কাজটি উত্তম?

তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহ ও তার রাসুলের উপর ঈমান স্থাপন করা;

জিজ্ঞেস করা হয়েছিলঃ এরপর কোন কাজটি ?

উত্তর দিয়েছিলেন, এরপরে উত্তম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা;

জিজ্ঞেস করা হয়েছিলঃ এরপর কোনটি ?

উত্তর দিয়েছিলেন, এরপর হচ্ছে মাবরুর (কবুলকৃত) হ্বজ্জ
.

(Riyadus Salehin Hadith-1273)



be Organized by Holy Islam
O.H.I