Thursday, December 18, 2008

জনপ্রতিনিধির বত্তৃতা নমুনা-৩

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

জনপ্রতিনিধির বত্তৃতা নমুনা-৩


বানু উমাইয়ার সপ্তম আমীর সুলাইমান ইবনুল আব্দুল মালিক গোপণ ফরমানে ওসিয়ত করে গিয়েছিলেন তার ইন্তিকালের পর প্রথমে উমর ইবনু আবদুল আযীযকে খলিফা হবেন।

খৃষ্ট্রীয় ৭১৭ সনে সুলাইমান ইবনু আব্দুল মালিকের ইন্তিকাল হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উমর ইবনু আবদুল আযীযের উপরে এসে পড়ে। বাইয়াতের(শপথ) দিন তিনি উপস্থিত ব্যক্তিদের সন্মোধন করে বলেন,

মুসলিম জনতা! আমার উপর রাষ্ট্র পরিচালনার ভার অর্পন করে আমাকে পরীক্ষায় ফেলা হয়েছে। আমি এটা চাইনি। এই ব্যাপারে আমার মতও নেয়া হয়নি। আপনাদের ঘাড়ে আমার আনুগত্যের যেই রজ্জু পরিয়ে দেয়া হয়েছে তা আমি খুলে দিচ্ছি। এখন আপনারা যাকে ইচ্ছা তাকে আপনাদের আমীর বানাতে পারেন।

সমাবেশ থেকে আওয়াজ উঠল, "আমরা আপনাকে চাই"

অতঃপর বানু উমাইয়ার অষ্টম খলিফা হযরত উমর ইবনু আবদুল আযীয (রহ) খলিফা নিযুক্ত হবার পর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছিলেন-

আসলে আল্লাহ, রাসুল ও কিতাবের ব্যাপারে এই উন্মাহর মধ্যে কোন বিরোধ নেই। মতবিরোধ শুধু দিনার-দিরহামের ব্যাপারে। আল্লাহর কছম, আমি অন্যায়ভাবে কিছু দেব না. আবার কারও বৈধ অধিকারে বাধাও দিব না।

ওহে জনমন্ডলী! শুনুন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, তার আনুগত্য করা ওয়াজিব। আর যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে না তার জন্য আনুগত্য নেই।

যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করি আপনারা আমার আনুগত্য করবেন। আর আমি আল্লাহর অবাধ্যতা করলে আমার আনুগত্য আপনাদের জন্য ওয়াজিব নয়।


(তথ্যসুত্র- যুগে যুগে ইস লামী জাগরণ: এ,কে,এম, নাজির আহমেদ )

Details in English


Bangla reading problem:

If you can't see the writing go to your browser view option and select encoding Unicode (UTF-8)


Then if you
can't see bangle correctly you just download the vrinda.ttf from this below link

and go to your control panel, open fonts folder and paste the font in it then refresh the page.


be Organized by Holy Islam

O.H.I