السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
বিয়ের দাওয়াত
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলতেন,
যে বিবাহভোজে কেবল ধনীদের দাওয়াত দেয়া হয় এবং গরীবদের বাদ রাখা হয় ঐ বিবাহভোজের খানা সবচেয়ে নিকৃষ্ট;
আর যে ব্যক্তিকে দাওয়াত দেয়া সত্ত্বেও তাতে সাড়া দেয় না সে আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে
;
Sahih Muslim Hadith 3385
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত;
রাসুলুল্লাহ (সা) বলেছেন,
কেউ আসতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং যে আসতে অস্বীকার করে তাকে আসার জন্য দাওয়াত দেওয়া হয় এই রকম ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট; আর যে ব্যক্তি দাওয়াতে আসে না সে ম হান ও সার্বশক্তিমান আল্লাহ ও রাসুলের নাফরমানী করে
Sahih Muslim Hadith 3389
be Organized by Holy Islam O.H.I For More Visit: