السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আমরা কি আসলেই ভেবে দেখি!
আল্লাহ বলেন,
نَحْنُ خَلَقْنَكُمْ فَلَوْلَا تُصَدِّقُون أَفَرَءَيْتُم مَّا تُمْنُون ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَلِقُونَ نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُون أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونََ ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّرِعُون لَوْ نَشَآءُ لَجَعَلْنَهُ حُطَمًۭا فَظَلْتُمْ تَفَكَّهُون إِنَّا لَمُغْرَمُون بَلْ نَحْنُ مَحْرُومُون أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ لَوْ نَشَآءُ جَعَلْنَهُ أُجَاجًۭا فَلَوْلَا تَشْكُرُون أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔون نَحْنُ جَعَلْنَهَا تَذْكِرَةًۭ وَمَتَعًۭا لِّلْمُقْوِين فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيََ َ َ َََ َ َ
আমি তোমাদের সৃষ্টি করেছি। এরপরও কেন তোমরা মানছ না ?
তোমরা কি কখনো ভেবে দেখেছ, যে শুক্র তোমরা নিক্ষেপ কর তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা কর, না তার স্রষ্টা আমি?
আমি তোমাদের মধ্যে মৃত্যূকে বন্টন করেছি।
তোমাদের আকার আকৃতি পাল্টে দিতে এবং তোমাদের অজানা কোন আকার আকৃতিতে সৃষ্টি করতে আমি অক্ষম নই।
নিজেদের প্রথমবার সৃষ্টি সম্পর্কে তোমরা জান। তবুও কেন শিক্ষা গ্রহণ কর না।
তোমরা কি কখনও ভেবে দেখেছ, যে বীজ তোমরা বপন করে থাক তা থেকে ফসল উৎপন্ন তোমরা কর, না আমি ? আমি চাইলে এসব ফসলকে দানাবিহীন ভূষি বানিয়ে দিতে পারি। তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে। বলবে "আমাদের উল্টো জরিমানা দিতে হল - আমাদের ভাগ্যটাই মন্দ"
তোমরা কি কখনও দেখেছ, যে পানি তোমরা পান কর, মেঘ থেকে তা তোমরা বর্ষণ কর, না তার বর্ষণকারী আমি? আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি। তা সত্ত্বেও শোকরগোজর কর না কেন?
তোমরা কি কখনও লক্ষ করেছ - এই যে আগুন তোমরা জ্বালাও তার গাছ তোমরা সৃষ্টি কর, না তার সৃষ্টিকর্তা আমি ? আমি সেটিকে স্মরণ করিয়ে দেয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবনোপকরণ বানিয়েছি।
অতএব, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা কর।
(আল কুরআন সুরা ওয়াকিয়া: ৫৭-৭৪)
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.
Download bangle font & paste it in your fonts (Control panel)
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.
http://www.youtube.com/user/
http://www.somewhereinblog.