السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
হারাম শরীফের মাসজিদ ও মসজিদে আক-সা
আবূ যার (রা) হতে ইমাম বুখারি বর্ণনা করেন, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! জমিনের বুকে সর্বপ্রথম কোন ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল? তিনি বললেন, হারাম শরীফের মাসজিদ। তিনি বলেন, আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আক-সা। আমি প্রশ্ন করলাম, দু’টি মাসজিদ নির্মাণের মাঝে কতদিনের ব্যবধান ছিল। তিনিবলেন, চল্লিশ বছর। অতঃপর তুমি যেখানেই থাক না কেন সালাতের সময় হলে তুমি সেখানেই সালাত আদায় করে নেবে। কারণ, এতে রয়েছে ফজিলত।
সহীহ বুখারী- কিতাবুল আম্বিয়া, হাদীস নং- ১০, ৩৩৬৬
be Organized by Holy Islam
O.H.I
For More Visit: