السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
And among His Signs is this, that He created for you wives from among yourselves, that you may find repose in them, and He has put between you affection and mercy. Verily, in that are indeed signs for a people who reflect.
Al Qur’an Sura Nisa 19
وعن عبدِ اللَّه بنِ عمرو بن العاص رضي اللَّه عنهما أَن رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : «الدُّنْيَا مَتَاعٌ ، وَخَيْرُ مَتاعهَا المَرْأَةُ الصَّالحةُ رواه مسلم .
রাসুলুল্লাহ (সা) বলেন,
সমগ্র পৃথিবীটাই সম্পদ; আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হল সৎকর্মপরায়ণা স্ত্রী
Abdullah bin `Amr bin Al-`as (May Allah be pleased with them) reported: Messenger of Allah (PBUH) said,
"The world is but a (quick passing) enjoyment; and the best enjoyment of the world is a pious and virtuous woman".
[Muslim]. Riyadus Salehin Hadith 280 Narrated by Abdullah bin `Amr bin Al-`as (R)
وعن أبي هريرة رضي اللَّه عنه ، قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « أَكْمَلُ المُؤْمنين إِيمَاناً أَحْسنُهُمْ خُلُقاً ، وَخِياركُمْ خيارُكم لِنِسَائِهِم » رواه التِّرمذي وقال : حديثٌ حسنٌ صحيحٌ .
রাসুলুল্লাহ (সা) বলেন,
যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম ঈমানের দিক দিয়ে সে-ই পরিপূর্ণ মু’মিন; তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য ভালো
Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said,
"The believers who show the most perfect Faith are those who have the best behaviour, and the best of you are those who are the best to their wives".
[At-Tirmidhi]. Riyadus Salehin Hadith 278 Narrated by Abu Hurairah (R)
وعن عبد اللَّه بن زَمْعَةَ رضي اللَّهُ عنه ، أَنه سمعَ النبيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يخْطُبُ ، يعْمِدُ أَحَدكُمْ فيجْلِدُ امْرأَتَهُ جلْد الْعَبْدِ فلَعلَّهُ يُضاجعُهَا مِنْ آخِر يومِهِ » ثُمَّ وَعَظهُمْ في متفق عليه
রাসুলুল্লাহ (সা) বলেন,
তোমাদের কেউ তার স্ত্রীকে মারতে উদ্যত হয় এবং তাকে গোলাম-বাঁদীর ন্যায় মারে; দিনের শেষে সে আবার তার সাথে শোয় (সে কত অকৃতজ্ঞ)
274. `Abdullah bin Zam`ah (May Allah be pleased with him) reported that he heard the Prophet (PBUH) giving a speech he (PBUH) made mention of women and said, "Some of you beat your wives as if they were slaves, and then lie with them at the end of the day".
[Al-Bukhari and Muslim] Riyadus Salehin Hadith 274 Narrated by Abdullah bin Zam`ah (R)
وعن أبي هريرة رضي اللَّه عنه قال : قال رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِه مِنها خُلقاً رضِيَ مِنْها آخَرَ » أَوْ قَالَ : « غيْرَهُ » رواه مسلم.
.
রাসুলুল্লাহ (সা) বলেন,
কোন মু’মিন পুরুষ যেন তার স্ত্রীর প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ না করে; কেননা তার কোন একটি দিক তার কাছে খারাপ লাগলেও অন্য আরেকটি দিক তার পছন্দ হবে।
275. Abu Hurairah (May Allah be pleased with him) reported: Messenger of Allah (PBUH) said, "A believer must not hate (his wife) believing woman; if he dislikes one of her characteristics he will be pleased with another".
[Muslim]. Riyadus Salehin Hadith 275 Narrated by Abu Hurairah (R)
وعن مُعَاويَةَ بنِ حَيْدةَ رضي اللَّه عنه قال : قلتُ : يا رسول اللَّه ما حَقُّ زَوْجَةِ أَحَدنَا عَلَيْهِ ؟ قال : « أَن تُطْعمَها إِذَا طَعِمْتَ ، وتَكْسُوهَا إِذَا اكْتَسيْتَ ولا تَضْربِ الْوَجهَ، وَلا تُقَبِّحْ ، ولا تَهْجُرْ إِلاَّ في الْبَيْتِ » حديثٌ حسنٌ رواه أَبو داود وقال : معنى « لا تُقَبِّحْ» أَى : لا تقُلْ قَبَّحَكِ اللَّه .
মু’আবিয়া ইবনে হাইদাহ(রা) থেকে বর্ণিত; তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল!
আমাদের কোন ব্যক্তির উপর তাঁর স্ত্রীর কি অধিকার রয়েছে?
· তুমি যখন আহার কর তাকেও আহার করাও
· তুমি যখন পরিধান কর তাকেও পরিধান করাও
· কখনও মুখমন্ডলে প্রহার করো না
· কখনও অশ্লীন ভাষায় গালি দিও না
· ঘরের মধ্যে ছাড়া তার থেকে বিচ্ছিন্ন হয়ো না
Mu`awiyah bin Haidah (May Allah be pleased with him) reported: I asked Messenger of Allah (PBUH): "What right can any wife demand of her husband?'' He replied, "
· You should give her food when you eat,
· clothe her when you clothe yourself,
· not strike her on the face, and
· do not revile her or
· separate from her except in the house".
[Abu Dawud]. Riyadus Salehin Hadith 277 Narrated by Mu`awiyah bin Haidah (R)
وعن سعد بن أبي وقَّاص رضي اللَّه عنه في حدِيثِهِ الطَّويلِ الذِي قَدَّمْناهُ في أَوَّل الْكِتَابِ في بَابِ النِّيَّةِ أَنَّ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال له : « وَإِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجهَ اللَّه إلاَّ أُجِرْتَ بها حَتَّى ما تَجْعلُ في في امرأَتِكَ » متفقٌ عليه .
রাসুলুল্লাহ (সা) বলেন,
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যাই খরচ করবে তোমাকে তার প্রতিদান দেয়া হবে; এমনকি যে গ্রাসটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও।
Sa`d bin Abu Waqqas (May Allah be pleased with him) reported in a Hadith included in the chapter of Intention, that Messenger of Allah (PBUH) said, "Whatever you spend seeking thereby the Pleasure of Allah, will have its reward, even the morsel which you put in the mouth of your wife".
[Al-Bukhari and Muslim]. Riyadus Salehin Hadith 292 Narrated by Sa`d bin Abu Waqqas(R)
Bangla reading problem visit:
http://unicodehelpcenter.blogspot.com/
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
http://ohioftruth.blogspot.com/