السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
রামাদান ম্যানুয়েল-১১: রোজার মাধ্যমে যৌনাবেগ হ্রাস
ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে ছিলাম, তিনি ইরশাদ করলেন,
مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْج، ومَنْ لم يَسْتَطِعْ فَعَلَيهِ بالصَّومِ فَإِنَّهُ له وِجَاء
متفق عليه. رواه البخاري (১৮০৬) ومسلم (১৪০০).
তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ রাখে সে যেন বিবাহ করে। কারণ তা দৃষ্টিকে অবনত রাখা এবং লজ্জাস্থানের হেফাজতের ক্ষেত্রে অধিক সহায়ক। আর যার বিবাহ করার সাধ্য নেই সে যেন রোজা রাখে কারণ তা যৌনাবেগ হ্রাস করে।
জাবের বিন আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত যে, এক যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে এসে নপুংসক হওয়ার অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর করলেন,
صُمْ وسَلِ الله عَزَّ وجَلَّ مِنْ فَضْلِه رواه أحمد. رواه أحمد (৩/৩৮২) وابن المبارك في الزهد (১১০৭) ورجاله ثقات إلا أن
راويه عن جابر مجهول، لكن يشهد له الحديثان الآخران.
রোজা রাখ আর আল্লাহ তা‘আলার কাছে রিজিক প্রার্থনা কর।
আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে নপুংসক হওয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন,
خِصَاءُ أُمَّتِي الصِّيامُ والقِيامগ্ধ رواه أحمد. رواه أحمد (২/১৭৩) والبغوي في شرح السنة (২২৩৮) وعزاه الهيثمي للطبراني وقال: ورجاله ثقات وفي بعضهم كلام (৪/২৫৩) وصححه الشيخ أحمد شاكر (৬৬১২) والألباني بطرقه في السلسلة الصحيحة (১৮৩০) دون اللفظه الأخيرة ্ والقيام فإنها زيادة ضعيفة كما نبه على ذلك الألباني رحمه الله تعالى.
আমার উম্মতের খাসী করা বা নপুংসক হওয়া হলো, রোজা এবং সালাত।
হাদিস থেকে যা শিখলাম
এক. আল্লাহর আনুগত্যের ব্যাপারে সাহাবাদের কেমন আগ্রহ ছিল! তাঁর অবাধ্য হওয়ার প্রতি কেমন ছিল তাদের ভয়! কীভাবে তাঁরা দীনের যাবতীয় বিষয় অকপটে জিজ্ঞেস করতেন এবং কেমন ছিল আখিরাতের প্রতি তাঁদের সজাগ দৃষ্টি!
দুই. জানা গেল, যৌনাবেগ দমন করার জন্য খাসী করা বা নপুংসক হওয়া নিষিদ্ধ। এ নিষেদ্ধাজ্ঞা দ্বারা প্রতীয়মান হয় যে, নপুংসক হওয়া বৈধ নয়।
তিন. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক রোজা দ্বারা যৌনাবেগ শীতল করার চিকিৎসার মাধ্যমে প্রমাণ হয় যৌনাবেগ হ্রাস করার জন্য অষুধ গ্রহণ বৈধ।
চার. সামর্থবান ব্যক্তির পক্ষে বিবাহের ফজিলত জানা গেল। বুঝা গেল বিবাহ একটি ইবাদত এবং রিজিক প্রাপ্তির কারণ।
পাঁচ. যে ব্যক্তি বিবাহের সামর্থ রাখে না তার কর্তব্য, দুআ করা এবং রোজা পালনের সাথে সাথে আল্লাহ যেন তা যুগিয়ে দেন সে প্রার্থনা অব্যাহত রাখা।
ছয়. নবীর আদর্শ হলো খাদ্য, পানীয় এবং স্ত্রী-সঙ্গ থেকে তৃপ্তি লাভ করা। ইবাদত এবং বুযুর্গি মনে করে এসব থেকে বিরত থাকা সুন্নতের স্পষ্ট লঙ্ঘন।
তথ্যসুত্রঃ
. বুখারি : ১৮০৬, মুসলিম : ১৪০০।
. যুহদ : ১১০৭।
. আহমাদ : ৩/১৭৩
Collected from Islamhouse.com
O.H.I
For More Visit:
বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/