السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
পানাহারের শুরুতে বিসমিল্লাহ
عن عُمَرَ بنِ أبي سلَمَة رضي اللَّه عنهما قال: قال لي رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: «سَمِّ اللَّه وكُلْ بِيمِينكَ ، وكُلْ مِمَّا يَلِيكَ». متفقٌ عليه.
উমার ইবনে আবু সালামা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন –
“বিসমিল্লাহ” (আল্লাহর নামে শুরু করছি) বলো, ডান হাতে খানা খাও এবং তোমার নিকটের খাবার থেকে খাও
[বুখারী ও মুসলিম]
রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস-৭২৮
وعن عَائشة رضي اللَّه عنها قالَتْ: قالَ رسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: «إذا أكل أَحَدُكُمْ فَليَذْكُر اسْمَ اللَّه تعالى، فإنْ نسي أَنْ يَذْكُرَ اسْمَ اللَّه تَعَالَى في أَوَّلِهِ، فَليَقُلْ: بِسْمِ اللَّه أَوَّلَهُ وَآخِرَهُ».
رواه أبو داود، والترمذي، وقال: حديث حسن صحيح.
আইশা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন –
তোমাদের কেউ যখন খানা খায়, তখন শুরুতে যেন আল্লাহর নাম নেয়; সে শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে গেলে যেন বলেঃ “বিসমিল্লাহ আওইয়ালাহু ওয়া আখিরাহু (প্রথমে ও শেষে আল্লাহর নামে)”
[আবু দাঊদ ও তিরমিযী]
রিয়াদুস সালেহীন ৩য় খন্ড হাদীস-৭২৯
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: