Thursday, May 20, 2010

আল্লাহ আরশে আসীন, সর্বত্র বিরাজমান নন


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
আল্লাহ আরশে আসীন, সর্বত্র বিরাজমান নন

আল্লাহ বলেন,

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ

প্রকৃতপক্ষে আল্লাহই তোমাদের রব,যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন৷তারপর তিনি আরশে সমাসীন হন৷

আল কুরআন সুরা আল আরাফঃ৫৪

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ؕ

আসলে তোমাদের রব সেই আল্লাহই,যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরশে অধিষ্টিত হয়েছেন

আল কুরআন সুরা ইউনুছ 

اللّٰهُ الَّذِىۡ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيۡرِ عَمَدٍ تَرَوۡنَهَا‌ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ

আল্লাহই আকাশসমূহ স্থাপন করেছেন এমন কোন স্তম্ভ ছাড়াই যা তোমরা দেখতে পাও৷তারপর তিনি নিজের আরশে সমাসীন হয়েছে৷

আল কুরআন সুরা রাদ ২

الرَّحۡمٰنُ عَلَى الۡعَرشِ اسۡتَوٰى

তিনি পরম দয়াবান৷আরশে সমাসীন৷

আল কুরআন সুরা ত্বহা ৫

الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ۛ‌ۚ

তিনিই ছয়দিনে আকাশ মন্ডলী ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব তৈরি করে রেখে দিয়েছেন,তারপর তিনিই (বিশ্ব-জাহানের সিংহাসন) আরশে সমাসীন হয়েছেন
আল কুরআন সুরা ফুরকান ৫৯

اَ للّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌ؕ

আল্লাহই আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং এদের মাঝখানে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং এরপর আরশে সমাসীন হয়েছেন ৷

আল কুরআন সুরা সাজদাহ ৪

هُوَ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ‌

তিনিই আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে সমাসীন হয়েছেন৷
আল কুরআন সুরা হাদীদ ৪


be Organized by Holy Islam O.H.I For More Visit: