Saturday, October 22, 2011

কাবাগৃহের মুলতাযাম স্পর্শ করা


السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা


কাবাগৃহের মুলতাযাম স্পর্শ করা



আবদুর রহমান ইবনে সাফওয়ান বলেন :

فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ مِنْ الْكَعْبَةِ هُوَ وَأَصْحَابُهُ وَقَدْ اسْتَلَمُوا الْبَيْتَ مِنْ الْبَابِ إِلَى الْحَطِيمِ وَقَدْ وَضَعُوا خُدُودَهُمْ عَلَى الْبَيْتِ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسْطَهُمْ.

তিনি মক্কা বিজয়ের দিন রাসূল (সা) ও তাঁর সাথীদের কাবা গৃহ হতে বের হতে দেখলেন। অতঃপর তারা কাবা গৃহের দরজা থেকে নিয়ে হাতীম পর্যন্ত স্পর্শ করলেন এবং তাঁরা তাঁদের গাল বাইতুল্লাহর সাথে লাগিয়ে রাখলেন। রাসূল (সা) তখন তাদের মাঝে ছিলেন।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিততিনি বলেন,

কাবা গৃহের দরজা এবং রুকনের মাঝামাঝি স্থানটি মুলতাযাম।


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ বলেন : কোন ব্যক্তি যদি হাজরে আসওয়াদ এবং কাবা গৃহের দরজার মাঝামাঝি মুল্তাযাম আসতে চায়তার উচিত সে যেন তার বক্ষচেহারাদুই বাহু ও দুই হাতের তালু মুলতাযামে রেখে দুআ করে এবং আল্লাহর কাছে তার প্রয়োজন কামনা করে। আর এটা তাওয়াফুল বিদার পূর্বেও করা যায়। এ কাজটি বিদায়ি মুহূর্তে বা তার পূর্বে যে কোন সময় করা যায়। রাসূল (সা)-এর সাহাবীরা মক্কা প্রবেশ করার সময় এ কাজটি করতেন।

আর সে ব্যক্তি চাইলে ইবনে আব্বাস (রাযি) থেকে বর্ণিত দুআও পড়তে পারে। সে দুআটি হচ্ছে : হে আল্লাহ! আমি তোমার বান্দাহতোমার বান্দার সন্তান এবং তোমার বাঁদির সন্তান। তুমি আমাকে এখানে তোমার বশীভূত সৃষ্টির উপর বহন করে নিয়ে এসেছএবং তুমি তোমার দেশে আমাকে ভ্রমণ করিয়েছ। অবশেষে তোমার নিয়ামতের বদৌলতে তুমি আমাকে তোমার ঘরে পৌঁছেছি এবং হজ করার তৌফিক এনায়েত করেছ।

তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকতাহলে আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট হও। অন্যথায় আমার বাড়ি তোমার ঘর (কাবা) থেকে দূরবর্তী হয়ে যাওয়ার পূর্বেই তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমার দেশে ফিরে যাওয়ার সময় হয়েছেযদি তুমি আমাকে অনুমতি দাও। তোমাকে এবং তোমার ঘরকে পরিবর্তন করছি না। আমি তোমার ও তোমার ঘর থেকে বিমুখও নই। হে আল্লাহ! তুমি আমাকে শারীরিক আরোগ্য ও সুস্থতা দান কর। তুমি আমার দীনকে হিফাযাত কর। তুমি আমার পরিণতি সুন্দর কর। যতদিন এ পৃথিবীতে থাকার সুযোগ দেবেততদিন তোমার অনুগত হয়ে থাকার তৌফিক দান কর। তুমি আমাকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করতুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান।

সুনানু আবূ দাঊদঃ ১৮৯৮। তার অনুরূপ একটি হাদীস আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি রুকন এবং দরজার মাঝখানে দাঁড়ালেন। তিনি তার বক্ষদু’ বাহু ও দু’ হাতের তালু সম্প্রসারিত করে কাবা গৃহের উপর রাখলেন। অতঃপর বললেনআমি রাসূল (সা) কে এমনটি করতে দেখেছি। আবূ দাঊদঃ ১৮৯৯ইবনে মাজাহঃ ১৯৬২। এই হাদীসের সনদ উত্তম।

আবদুর রাজ্জাক সানআনীআল্-মুসান্নাফঃ ৭৬/৫এই হাদীসের সনদ সহীহ। আলবানী তাঁর সহীহ হাদীস সংকলনে এই হাদীসটি সন্নিবেশিত করেছেন। (১৭১/৫)

be Organized by Holy Islam 
O.H.I 
For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/