السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
মু’মিন হতে যা দরকার
আলী
(রা) বর্ণিত;
তিনি
বলেন, রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বান্দাহ মু’মিন হতে পারে না যতক্ষণ
পর্যন্ত চারটি জিনিসের উপর ঈমান না আনবেঃ
১. সে
সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই।
২. নিঃসন্দেহে
আমি আল্লাহর রাসুল, আল্লাহ দ্বীনে হাক্ব
দিয়ে আমাকে এ দুনিয়ায় পাঠিয়েছেন,
৩. মৃত্যূ
ও মৃত্যূর পরে হাশরের ময়দানে উঠার উপর ঈমান আনা এবং
৪. তাকদ্বীরের
উপর ঈমান আনা।
[তিরমিযী
২১৪৫ ইবনু মাজাহ ৮১ মিশকাতুল মাসাবীহ হাদীস নং ১০৪]
be Organized by Holy Islam
O.H.I
For More Visit: