السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
লাইলাতুল ক্বাদর(মহত্বের রাত)
وَٱلْكِتَبِ ٱلْمُبِين إِنَّآ أَنزَلْنَهُ فِى لَيْلَةٍۢ مُّبَرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَٓ
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيم أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِين ٍ
رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيم أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِين ٍ
رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
এই সুষ্পষ্ট কিতাবের শপথ, আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাযিল করেছি. কারণ, আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম; এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফয়সালা দেয়া হয়ে থাকে; আমি একজন রাসুল পাঠাতে যাচ্ছিলাম, তোমার রবের রহমতস্বরুপ; নিশ্চয়ই তিনি সার্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
(আল কোরআন; সুরা দুখান আয়াত নং ২-৬)
তিনি বলেন আমরা রাসুলুল্লাহ(সা.)-এর সংগে রামাদানের মধ্যম দশকে ই'তিকাফ করি; তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমদের বললেন-আমাকে লাইলাতুল ক্বদর দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে; তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর।
সহীহ বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ- ৩২ হাদীস নং-২৩৫
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: