Monday, August 31, 2009

রামাদানের আহবান-৯

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

সর্বাধিক দান


ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

রাসুলুল্লাহ (সা.) ধন-সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন;

রামাদানে জিবরাঈল (আ) যখন তার সংগে সাক্ষাত করতেন, তখন তিনি অধিক দান করতেন;

রামাদান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরাঈল (আ) তার সংগে সাক্ষাত করতেন; আর রাসুলুল্লাহ (সা.) তাকে কোরআন শোনাতেন;

জিবরাঈল (আ) যখন তার সংগে সাক্ষাত করতেন তখন তিনি রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন-সম্পদ দান করতেন.

(বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩১,হাদীস-১২৬)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Sunday, August 30, 2009

রামাদানের আহবান-৮

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

তারাবীহ (বিশ্রামের নামায)


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

রাসুলুল্লাহ (সা.) বলেছেন- যে ব্যক্তি ঈমান ও আশা নিয়ে রমযান মাসে রাত্রে নামাযে দাঁড়াবে তার অতীতের গুনাহ মাফ করে দেয়া হবে.

অতঃপর রাসুলুল্লাহ (সা.) ওফাত লাভ করেন এবং এ ব্যাপারে অবস্থা একই রকম থাকে; আবু বকর(রা.)-এর খিলাফতকালে একই অবস্থা থাকে; ঊমর(রা.) খেলাফতের প্রথম দিকেও একই অবস্থা থাকে.

আব্দুর রহমান বিন আব্দুল ক্বারী (রা.) থেকে বর্ণিত আছে, এক রাতে আমি খলিফা ঊমর(রা.)-এর সাথে বেরিয়ে মসজিদের দিকে এলাম. আমরা এসে দেখি,লোকেরা মসজিদে ভাগে ভাগে নামায পড়ছে; কেউ একা পড়ছে, আবার কারো কারো সাথে কয়েকজন একত্র হয়ে পড়ছে.

ঊমার (রা.) বলেন, আমি যদি এদের সবাইকে একজন ইমামের পিছনে একত্র করে দেই, তবে তো উত্তম হয়.

তারপর তিনি এ বিষয়ে মনস্থির করেন এবং সবাইকে উবাই ইবন কাআ'ব(রা.)-এর পিছনে একত্র করে দেন.

আব্দুর রহমান বিন আব্দুল ক্বারী (রা.) বলেন,এরপর আরেক রাত্রে আমি খলিফা ঊমর(রা.) -এর সাথে বেরুলাম; আমরা দেখলাম, লোকেরা তাদের ক্বারীর (পড়িয়ের) পেছনে নামায পড়ছে; এ (সুশৃঙ্খল) অবস্থা দেখে ঊমর(রা.) বলে উঠলেন-এটা একটা উত্তম বিদ'আত (নতুন নিয়ম).

তিনি লোকদের বললেন- তোমরা যে সময়টি ঘুমিয়ে থাক তা তোমাদের এই নামায পড়ার সময়ের চাইতে উত্তম (অর্থাৎ রাতের শেষ ভাগে তারাবীহ নামায পড়া প্রথম ভাগ থেকে উত্তম).

(সহীহ বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩২,হাদীস-২২৭)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth


Saturday, August 29, 2009

রামাদানের আহবান-৭

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

যে ব্যক্তি বলে আমি গোটা রামাদান মাসে সাওম পালন করেছি


আবু বাকরা (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তোমাদের কেউ যেন না বলে, আমি গোটা রামাদান মাস সাওম পালন করেছি এবং সারাটি রামাদানে (রাতে সলাতে) দাঁড়িয়েছি

সুনান আবু দাঊদ ৩য় খন্ড হাদীস-২৪১৫


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

Thursday, August 27, 2009

রামাদানের আহবান-৫



Monday, August 24, 2009

রামাদানের আহ্বান-২

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

আল্লাহভীতি অর্জনে সিয়াম


‏يَٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম(রোযা) ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পুর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরজ করা হয়েছিল; এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী (আল্লাহ ভীতি) সৃষ্টি হয়ে যাবে.

আল কোরআন সুরা বাক্কারা -১৮৩


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ(সা.) বলেছেন-

রমজান মাস আগমন করলে জান্নাতের দরজাসমুহ উন্মুক্ত করে দেয়া হয়; জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়।

(মুসলিম শরীফ কিতাবুস সিয়াম,হাদীস-২৩৬৯.)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ(সা.) বলেছেন-

যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই

(বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩১,হাদীস-১২৭.)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth

রামাদানের আহ্বান-১

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

রামাদানের আহ্বান


شَهْرُ رَمَضَانَ ٱلَّذِىٓ أُنزِلَ فِيهِ ٱلْقُرْءَانُ هُدًۭى لِّلنَّاس وَبَيِّنَٟتٍۢ مِّنَ ٱلْهُدَىٰ وَٱلْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍۢ فَعِدَّةٌۭ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلْعُسْرَ وَلِتُكْمِلُوا۟ ٱلْعِدَّةَ وَلِتُكَبِّرُوا۟ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَِ

আল্লাহ বলেন,

রমযান মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুষ্পষ্ট করে দেয়; কাজেই এখন থেকে যে ব্যক্তি এ মাসের সাক্ষাত পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোযা রাখা অপরিহার্য এবং যে ব্যক্তি রোগগ্রস্থ হয় বা সফরে থাকে, সে যেন অন্য দিনগুলোর রোযার সংখ্যা পূর্ণ করে; আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না ; তাই তোমাদের এই পদ্ধতি জানানো হচ্ছে, যাতে তোমার রোযার সংখ্যা পূর্ণ করতে পার এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন সে জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পার.

(আল কোরআন; সুরা বাকারা আয়াত নং-১৮৫)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth


Thursday, August 20, 2009

কুরআন পৃথিবীতে তোমার আলোকবর্তিকা

http://ohioftruth.blogspot.com/

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

কুরআন পৃথিবীতে তোমার আলোকবর্তিকা


আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত;তিনি বলেন, এক ব্যক্তি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো,

হে আল্লাহর রাসুল! আমাকে উপদেশ দিন।

তিনি বলেন- খোদাভীতি নিজের জন্য অপরিহার্য করে নাও;

কেননা খোদাভীতিই যাবতীয় কল্যাণের উৎস;

আর নিজের জন্য জিহাদকেও অপরিহার্য করে নাও;

কেননা জিহাদই মুসলমানদের বৈরাগ্য সাধনা;

অবশ্যই তুমি আল্লাহর যিকির করবে

এবং তার কিতাব পাঠ করবে;

কেননা, আল্লাহর কুরআন পৃথিবীতে তোমার আলোকবর্তিকা

এবং উর্ধ্ব জগতে তোমার আলোচনা চর্চা হওয়ার উপায়;

তোমার মুখকে ভালো কথা ছাড়া অন্য সব কিছু থেকে বিরত রাখো; এভাবে তুমি শয়তানের উপর বিজয়ী হতে পারবে।

(তাবারানীর আল-মুজামুস সগীর)

এন্তেখাবে হাদীস -৯৭

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I

For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth