Monday, August 24, 2009

রামাদানের আহ্বান-২

السلام عليكم

দৈনন্দিন পথনির্দেশিকা

আল্লাহভীতি অর্জনে সিয়াম


‏يَٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম(রোযা) ফরজ করে দেয়া হয়েছে যেমন তোমাদের পুর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরজ করা হয়েছিল; এ থেকে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী (আল্লাহ ভীতি) সৃষ্টি হয়ে যাবে.

আল কোরআন সুরা বাক্কারা -১৮৩


আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ(সা.) বলেছেন-

রমজান মাস আগমন করলে জান্নাতের দরজাসমুহ উন্মুক্ত করে দেয়া হয়; জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়।

(মুসলিম শরীফ কিতাবুস সিয়াম,হাদীস-২৩৬৯.)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ(সা.) বলেছেন-

যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই

(বুখারী ৩য় খন্ড অনুচ্ছেদ-৩১,হাদীস-১২৭.)

Bangla reading problem visit:

http://unicodehelpcenter.blogspot.com/


be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

http://ohioftruth.blogspot.com/

http://www.youtube.com/user/TrueOHI

http://www.somewhereinblog.net/blog/ohioftruth