Tuesday, May 31, 2011

নিজেকে আল্লাহ বলে প্রকাশের ভানকারী শয়তান


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা


নিজেকে আল্লাহ বলে প্রকাশের ভানকারী শয়তান

নিজেকে আল্লাহ বলে প্রকাশের ভানকারী শয়তান সন্মন্ধ্যে শায়খ আব্দুল ক্বাদির আল জীলানি (১০৭৭-১১৬৬ খ্রীঃ) একটি ঘটনা উল্লেখযোগ্য। বিস্ময়কর আলোর জ্যোতি অবলোকন করে যারা আল্লাহকে দেখেছে বলে দাবী করে এবং এ জ্যোতির দর্শনের পরে কেন তারা ইসলামের মৌলিক চর্চাসমূহকে পরিত্যাগ করে, শায়খের ঘটনায় তার ব্যাখ্যা মিলে। 

তিনি বলেন, একদিন গভীরভাবে ইবাদাতে নিমগ্ন থাকাবস্থায় হঠাৎ আমার সামনে একটি জমকালো সিংহাসন দেখতে পেলাম। এ সিংহাসনের চারিদিকে ঝলমলে আলোর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল।

এমন সময় একটা বজ্রগম্ভীর কন্ঠ আমার কানে এসে আঘাত করল, ‘হে আব্দুল ক্বাদির, আমি তোমার রব! অন্যের জন্য আমি যা হারাম করেছি তা তোমার জন্য হালাল করে দিলাম। ‘আব্দুল ক্বাদির জিজ্ঞাসা করলেন, ‘তুমি কি সেই আল্লাহ, যিনি ব্যতীত কোন ইলাহ নেই।’ এ প্রশ্নের কোনই উত্তর না এলে তিনি বললেন, ‘দূর হয়ে যা, হে আল্লাহর শত্রু ।’ তৎক্ষণাৎ আলোটি নিস্প্রভ হয়ে গেল এবং তাকে অন্ধকার আচ্ছন্ন করল।

তারপর কন্ঠটি বলল, ‘হে আব্দুল ক্বাদির, ধর্ম সম্পর্কে তোমার বোধশক্তি এবং জ্ঞানের শক্তিতেই তুমি আমার দুরভিসন্ধিকে বাতিল করতে সক্ষম হয়েছ। এ একই কৌশলের সাহায্যে আমি সত্তর জনেরও অধিক সংখ্যক অত্যন্ত ধার্মিক ইবাদাতকারীকে বিপথে পরিচালিত করতে সক্ষম হয়েছি।’

সেই কন্ঠটি যে শয়ত্বান ছিল তা’ আব্দুল ক্বাদির কিভাবে বুঝতে পেরেছিলেন সে সম্পর্কে লোকেরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি যেহেতু জানতাম যে, রাসূল(সা)-এর উপর অবতীর্ণ বিধানকে কোন ক্রমেই বাতিল বা পরিবর্তন করা যায় না, ফলে অন্যের জন্য হারামকৃত বিষয়সমূহকে আমার জন্য বিশেষভাবে হালাল করে দেয়ার কথা বলার পর আমি তাকে শ্বয়তান বলে গণ্য করেছিলাম। তাছাড়া, শ্বয়তান স্বয়ং আমার রব বলে দাবী করেছিল, কিন্তু শরীকবিহীন আল্লাহ বলে সে নিজেকে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বিধায় আমি তার শ্বয়তান হওয়ার ব্যাপারে আর ও দৃঢ়ভাবে নিশ্চিত হয়েছিলাম। ’  

ইবনু তাইমিয়া, আত-তাওয়াসসুল ওয়াল-ওয়াসীলাহ (রিয়াদঃ দার আল-ইফতা, ১৯৮৪), ২৮ পৃ  [সংগ্রহ- তাওহীদের মূল নীতিমালা-পৃষ্ঠা-১৭৬-১৭৭]
  


be Organized by Holy Islam 

O.H.I For More Visit: