দৈনন্দিন পথনির্দেশিকা
দুটি বিষয় ছাড়া
আর কিছুই ঈর্ষাযোগ্য নয়
وعنِ
ابن عمر رضي اللَّه عنهما عن النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لا حَسَدَ إلاُّ في اثنَتَيْن : رجُلٌ آتَاهُ اللَّه
القُرآنَ ، فهوَ يقومُ بِهِ آناءَ اللَّيلِ وآنَاءَ النَّهَارِ ، وَرجُلٌ آتَاهُ
اللَّه مالا ، فهُو يُنْفِقهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النهارِ » متفقٌ
عليه .
« والآناءُ » : السَّاعاتُ .
Ibn `Umar (May Allah be pleased with them)
reported: The Prophet (PBUH) said:
"Envy is
justified in regard to two types of persons only: a man whom Allah has given
knowledge of the Qur'an, and so he recites it during the night and during the
day; and a man whom Allah has given wealth and so he spends from it during the
night and during the day.''
আব্দুল্লাহ ইবনে উমার (রা) রাসূলুল্লাহ (ছাঃ)
থেকে বর্ণনা করেছেন;
তিনি বলেছেন,
দুটি বিষয় ছাড়া আর
কিছুই ঈর্ষাযোগ্য নয়। প্রথম হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের সম্পদ দান করেছেন
এবং সে দিবা-রাত্র তা তিলাওয়াত করে। দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন- সম্পদ
দান করেছেন এবং সে দিন-রাতের বিভিন্ন সময় তা (আল্লাহর পথে) ব্যয় করে।
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: