Monday, January 31, 2011

দুটি বিষয় ছাড়া আর কিছুই ঈর্ষাযোগ্য নয়


 السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
দুটি বিষয় ছাড়া আর কিছুই ঈর্ষাযোগ্য নয়

وعنِ ابن عمر رضي اللَّه عنهما عن النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لا حَسَدَ إلاُّ في اثنَتَيْن : رجُلٌ آتَاهُ اللَّه القُرآنَ ، فهوَ يقومُ بِهِ آناءَ اللَّيلِ وآنَاءَ النَّهَارِ ، وَرجُلٌ آتَاهُ اللَّه مالا ، فهُو يُنْفِقهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النهارِ » متفقٌ عليه .
« والآناءُ » : السَّاعاتُ .
Ibn `Umar (May Allah be pleased with them) reported: The Prophet (PBUH) said:
"Envy is justified in regard to two types of persons only: a man whom Allah has given knowledge of the Qur'an, and so he recites it during the night and during the day; and a man whom Allah has given wealth and so he spends from it during the night and during the day.''

আব্দুল্লাহ ইবনে উমার (রা) রাসূলুল্লাহ (ছাঃ) থেকে বর্ণনা করেছেন;
তিনি বলেছেন,
দুটি বিষয় ছাড়া আর কিছুই ঈর্ষাযোগ্য নয়। প্রথম হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ কুরআনের সম্পদ দান করেছেন এবং সে দিবা-রাত্র তা তিলাওয়াত করে। দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন- সম্পদ দান করেছেন এবং সে দিন-রাতের বিভিন্ন সময় তা (আল্লাহর পথে) ব্যয় করে।

[Al-Bukhari and Muslim]..রিয়াদুস সালেহীন ৯৯৭

be Organized by Holy Islam
O.H.I
For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/