Tuesday, December 7, 2010

ভালো-মন্দ বিচার না করেই কথা বলা


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
ভালো-মন্দ বিচার না করেই কথা বলা

আবু হুরায়ারা(রা) থেকে বর্ণিত;
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
বান্দা যখন ভালো-মন্দ বিচার না করেই কোন কোন কথা বলে, তখন তার কারণে সে নিজেকে জাহান্নামের এত দূর গভীরে নিয়ে যায় যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান

বুখারী ও মুসলিম রিয়াদুস সালেহীন ১৫১৪

be Organized by Holy Islam O.H.I For More Visit:

বই পড়ুনঃ http://ohilibrary.blogspot.com/