Wednesday, August 25, 2010

সেহরীর শেষ/ফজর নির্ণয়


السلام عليكم
রামাদান নির্দেশিকা

সেরীর শেষ/ফজর নির্ণয়




রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুটি ফজর র‌য়েছেএকটিতে খাদ্যগ্রহণ হারাম এবং সালাত (ফজরের) জায়েজ আরেকটিতে সালাত (ফজরের) হারাম এবং খাদ্যগ্রহণ জায়েজ। 
(Narrated by al-Haakim and al-Bayhaqi from the hadeeth of Ibn ‘Abbaas; classed as saheeh by al-Albaani in Saheeh al-Jaami’, 4279). 
দুটি ফজর র‌য়েছেএকটিতে ফজর হল শিয়ালের লেজের ন্যায়যা সালাত (ফজরের) আদায়কে না জায়েজ ও খাদ্যগ্রহণকে হালাল করে। আরেকটিতে ফজর দিগন্তে অনুভূমিক ভাবে প্রসারিত হয় যা সালাতকে (ফজরের) জায়েজ এবং খাদ্যগ্রহণকে হারাম করে । 
(Narrated by al-Haakim and al-Bayhaqi from the hadeeth of Jaabir; classed as saheeh by al-Albaani in Saheeh al-Jaami’, 4278) 
দুটি ফজর র‌য়েছেএকটিকে বলা হয় শিয়ালের লেজের ন্যায়যা মিথ্যা ফজর যে খাড়াভাবে আগমন করে,অনুভূমিকভাবে নয়। আরেকটিতে অনুভূমিকভাবে আগমন করেখাড়াভাবে নয়।


(Classed as saheeh by al-Albaani in al-Silsilah al-Saheehah, no. 2202). 


be Organized by Holy Islam 


O.H.I
For More Visit:

অনলাইনে বই পড়ুনঃ