Thursday, July 29, 2010

জ্ঞানের বহু ধারক-ই প্রকৃত জ্ঞানী নয়


   السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
জ্ঞানের বহু ধারক-ই প্রকৃত জ্ঞানী নয়

রাবী যাইদ ইবনে সাবিত থেকে বর্ণিত  
             

আল্লাহ তাআলা সেই লোকের মুখমন্ডল উজ্জল-উদ্ভাসিত করে রাখবেন,যে আমার কথা শুনে মুখস্ত করে রাখবে কিংবা স্মৃতিপটে সংরক্ষিত রাখবে এবং অন্য লোকের কাছে তা পৌছে দিবে।

জ্ঞানের বহু ধারক-ই প্রকৃত জ্ঞানী নয়,তবে জ্ঞানের বহু ধারক তা এমন ব্যক্তির কাছে পৌছে দেয়,যে তা অধিক মূল্যায়নকারী হয়।


                                           আবু দাউদ-হাদীস-১৬৪৩

শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহ)
ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া



be Organized by Holy Islam
O.H.I
For More Visit: