السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
রাসুলুল্লাহ(স)-ও আল্লাহকে দেখেন নি!
মাসরুক (রা) থেকে
বর্ণিত,তিনি বলেনঃ আমি আয়েশা
(রা)-কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মু’মীনীন!
মুহাম্মদ(সঃ) কি তার রবকে (মে’রাজের সময়ে)
দেখেছিলেন? তিনি বললেন, তোমার কথায় আমার শরীর রোমাঞ্চিত হয়ে গেছে। তিনটি কথা সম্পর্কে
তুমি কি অবগত নও? সে তিনটি কথার কোন কোন
একটি কেউ তোমাকে বললে সে মিথ্যাবাদী হবে (সেই তিনটি কথা হল)
(১) যদি
কোন লোক তোমার কাছে বলে যে, মুহাম্মদ(সঃ) তাঁর রবকে দেখেছেন, তবে সে মিথ্যা বলেছে।
তারপর এ কথার সমর্থনে তিনি এ আয়াত পড়েছেন, “দৃষ্টিশক্তি তাঁকে আয়ত্ত করতে পারে না, বরং
তিনিই সব দৃষ্টিকে আয়ত্তে রাখেন এবং তিনি অতি সূক্ষদর্শী ও সব অবহিত।” (আর একটি আয়াত হল) “কোন মানুষের পক্ষে এ
সম্ভব নয় যে, পর্দার আড়াল ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলে ”
(২) আর
যে লোক তোমাকে বলে যে, আগামীকাল কি হবে, না হবে, সে তা অবগত, তবে সে মিথ্যাবাদী।
(অনন্তর) এ দাবীর সমর্থনে তিনি এ আয়াত তেলাওয়াত করলেন। “কোন লোকই অবগত নয়, আগামীকাল সে কি করবে”
(৩) আর
যে লোক তোমার কাছে বলে যে, তিনি (রাসুলুল্লাহ) কোন কথা গোপণ রেখেছেন।
তবে সে-ও মিথ্যাবাদী। (এর সমর্থনে) তিনি (এ আয়াত) তেলাওয়াত করলেন। “হে রাসূল! আপনার কাছে যা কিছু নাযিল করা
হয়েছে তা সমস্তই আপনি (মানুষের কাছে) পৌছে দিন ”
আয়েশা (রা) কিন্তু রাসূল (সা) জিব্রাঈল(আ) কে তাঁর নিজস্ব আকৃতিতে কেবল দুবার দেখেছেন।
[সহী্হ
বুখারী:২৭৭০]
be Organized by Holy Islam
O.H.I
For More Visit: