Abu `Abdullah Tariq
bin Shihab (May Allah bepleased with him) reported: A person asked the
Prophet (PBUH) (when he had just put his foot in the stirrup): "What is
the highest form of Jihad?'' He (PBUH) said,
"Speaking the truth in the presence of a tyrant ruler".
[An-Nasa'i].
আবু আব্দুল্লাহ
তারিক ইবনে শিহাব (রা) থেকে বর্ণিত;
এক ব্যক্তি রাসুলুল্লাহ সা.-এর কাছে এমন সময় প্রশ্ন করল,
যখন তিনি সওয়ারীর রেকাবে পা রেখেছেন মাত্রঃ
সর্বোত্তমজিহাদ কোনটি? তিনি বলেনঃ স্বৈরাচারী জালেম শাসকের সামনে হক কথা বলা
(সর্বোত্তম জিহাদ)
আনাস (রা) থেকে
এক সূত্রে বর্ণিত; রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
প্রত্যেক
নবীকে যে দু’আর অধিকার দেওয়া হয়েছিল তিনি সে দু’আ করে নিয়েছেন এবং তা কবুলও হয়ে
গিয়েছে। কিন্তু আমি আমার দু’আকে কিয়ামতের দিনে আমার উন্মতের শাফায়াতের জন্য রেখে
দিয়েছি।
আনাস (রা) থেকে
এক সূত্রে বর্ণিত; রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
প্রত্যেক
নবীকে যে দু’আর অধিকার দেওয়া হয়েছিল তিনি সে দু’আ করে নিয়েছেন এবং তা কবুলও হয়ে
গিয়েছে। কিন্তু আমি আমার দু’আকে কিয়ামতের দিনে আমার উন্মতের শাফায়াতের জন্য রেখে
দিয়েছি।
তোমার বেশী বেশী সিজদা করা উচিত। কেননা তুমি আল্লাহর জন্য একটা সিজদা করলেই
তা দ্বারা আল্লাহ অবশ্যই তোমাকে একটা উচ্চ মর্যাদা দান করেন এবং তোমার একটা গুনাহ
মাফ করে দেন।
আবূ যার (রা) হতে ইমাম বুখারি বর্ণনা করেন, তিনি বলেন, আমিবললাম, ইয়া রাসূলুল্লাহ! জমিনের বুকে সর্বপ্রথম কোন ঘরটি প্রতিষ্ঠিতহয়েছিল? তিনি বললেন, হারাম শরীফের মাসজিদ। তিনি বলেন, আমিবললাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদে আক-সা। আমি প্রশ্নকরলাম, দু’টি মাসজিদ নির্মাণের মাঝে কতদিনের ব্যবধান ছিল। তিনিবলেন, চল্লিশ বছর। অতঃপর তুমি যেখানেই থাক না কেন সালাতের সময় হলে তুমি সেখানেই সালাত আদায় করে নেবে। কারণ, এতেরয়েছে ফজিলত।