السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
সম্পত্তিতে নারীর অংশ
আল্লাহ সন্তানদের
সম্পর্কে তোমাদের জন্যে বিধান জারী করছেন যে, এক ছেলের অংশ হবে দুই কন্যার মত, কিন্তু কন্যারা যদি দুইয়ের বেশী হয় তাহলে তাদের জন্যে রেখে যাওয়া সম্পত্তির দুই-তৃতীয়াংশ, আর কন্যা যদি একজন হয়, তাহলে
তার হবে অর্ধেক; মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকের জন্যে
থাকবে ছয় ভাগের এক ভাগ, মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে এবং
পিতা-মাতাই যদি হ্য় তার উত্তরাধিকারী, তাহলে তার মায়ের হবে তিন ভাগের এক ভাগ, যদি মৃত ব্যক্তির কোন ভাই-বোন থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ, আগে সে যে ওছিয়ত করে গেছে এবং তার ঋণ আদায় করে দেবার পরই এ ভাগ-বাটোয়ারা করতে হবে।
তোমরা জানো না তোমাদের পিতা-মাতা ও সন্তান-সন্ততির মধ্যে কে তোমাদের
জন্যে উপকারের দিক থেকে বেশী নিকটবর্তী।
এ হচ্ছে আল্লাহর বিধান, অবশ্যি আল্লাহ সকল কিছু
সম্পর্কে ওয়াকেফহাল এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ, পরমকুশলী।
(আল কুরআন নিসা-১১)
তিনি
বলেন,সা'দ ইবনুর রবী(র)-র স্ত্রী সাদের ঔরসজাত তার
দুই কন্যাসহ রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট উপস্থিত হয়ে বলেন,
হে আল্লাহর রাসুল! এরা সা'দ ইবনুর রবীর দুই কন্যা। এদের বাবা আপনার
সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ
হয়েছেন।
এদের চাচা এদের সব মাল
নিয়ে নিয়েছে, এদের জন্য একটি
কপর্দকও
রাখেনি।
এদের ধন-সম্পত্তি না
থাকলে এদের বিবাহও তো
হবে না।
তিনি বলেনঃ আল্লাহই এ বিষয়ে মীমাংসা করে দিবেন। এরই
পরিপ্রক্ষিতে মীরাস বন্টন সম্পর্কিত আয়াত নাযিল হয়।(আয়াতটি
উপরে রয়েছে)
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চাচাকে ডেকে এনে বলেনঃ সাদের দুই কন্যাকে দুই-তৃতীয়াংশ এবং তাদের মাকে এক-অষ্টমাংশ
সম্পত্তি
দিয়ে দাও, অতঃপর অবশিষ্ট যা থাকে তা তোমার।
(মুসনাদে আহমাদ,সুনান ইবনে মাজাহ্,সুনান আবু দাউদ)
আবু ঈসা তিরমিযী(র) বলেন, এহাদীসটি হাসান ও সহীহ।
(আত তিরমিযীঃ৪র্থ খন্ড;অধ্যায়ঃ২৯,অনুচ্ছেদঃ৩,হাদীস নং-২০৩৯ )
আবু ঈসা তিরমিযী(র) বলেন, এহাদীসটি হাসান ও সহীহ।
(আত তিরমিযীঃ৪র্থ খন্ড;অধ্যায়ঃ২৯,অনুচ্ছেদঃ৩,হাদীস নং-২০৩৯ )
তাওরাতের দৃষ্টিভঙ্গী
.
তুমি বনি-ঈসরাইলদের বল, যদি কেউ ছেলে না রেখে মারা যায় তবে তার সম্পত্তির অধিকার তার মেয়ে পাবে। যদি তার মেয়ে না থাকে তবে তার ভাইয়েরা তার সম্পত্তির অংশীদার হবে।যদি
তার ভাই না থাকে তবে সম্পত্তির অধিকার তার পিতার ভাইয়েরা পাবে। যদি পিতার কোন ভাই না থাকে তবে তার বংশের
সবচেয়ে নিকট জনকে
সেই সম্পত্তির
অধিকার দিতে হবে। সেই সম্পত্তি
সেই পাবে। মুসাকে দেয়া মাবুদের হুকুম অনুসারে এটি হবে বনি-ঈসরাইলদের বিচার-বিধি।
.
(তাওরাতঃগণনা পুস্তক-২৭;৮-১১)
বিস্তারিত জানতে নীচের বইগুলি পড়ুনঃ
Details in below
Link:
· Islamic Laws of Inheritance
· The Issue On Inheritance for Women
Watch video:
· Islam Sharia Law - Women get half as that by MEN??
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit:
Bangla reading problem visit: