Saturday, December 12, 2009

প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা


  السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা
প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা

আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
আমি আমার উন্মতের জন্যে যে জিনিসটির সবচেয়ে বেশি ভয় করি তাহলো প্রবৃত্তি পূজা ও পার্থিব উন্নতির রঙ্গীন আশা; প্রবৃত্তি পূজার ফলে তারা সত্য পথ থেকে অনেক দূর সরে যাবে; আশা আকাঙ্ক্ষার স্বপ্নে বিভোর হয়ে আখেরাতের কথা ভূলে যাবে; সুতরাং এ কথা মনে রেখ; এ দুনিয়া বিদায় নিচ্ছে ও চলে যাচ্ছে; আখেরাত সামনে এগিয়ে আসছে; এদের উভয়েরই অনুগামী আছে; যদি তোমরা দুনিয়ার আন্তপুজারী না হতে চাও তা’হলে সৎ কাজ করতে থাক; কেননা আজ তোমরা কর্মক্ষেত্রে আছ; এখানে কোন হিসাব নেয়া হচ্ছে না; কিন্তু আগামীকাল তোমরা হিসেবের জগতে যাবে যেখানে কোন কাজের সুযোগ থাকবে না

[মিশকাত]  
রাহে আমল ২য় খন্ড বিষয়-বিপদের ঘন্টা

Bangla reading problem visit:


be Organized by Holy Islam
O.H.I
For More Visit: