Wednesday, November 18, 2009

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়


السلام عليكم
দৈনন্দিন পথনির্দেশিকা

কুরবানীর জন্য যে ধরণের পশু বর্জনীয়


উবাইদ ইবনে ফাযরুজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল-বারাআ ইবনে আযেব (রা.)-কে  জিজ্ঞেস  করলাম,কোন ধরণের পশু কুরবানী করা জায়েজ নয়? তিনি বললেন
রাসুলুল্লাহ (সা.) আমাদের মাঝে  দাঁড়ালেন;  আমার  আঙ্গুলগুলো তার আঙ্গুলের চেয়ে ছোট ও তুচ্ছ; আমার আঙ্গুলের  গিরাগুলিও  তার আঙ্গুলের গিরার চেয়ে ছোট ও তুচ্ছ (সন্মানার্থে এভাবে বলা হয়েছে)

তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেনঃ 



চার প্রকারের ক্রটিযুক্ত পশু কুরবানী করা জায়েজ নয়; অন্ধ- যার অন্ধত্ব সুষ্পষ্ট, রুগ্ন-  যার  রুগ্নতা সুষ্পষ্ট, খোঁড়া- যার খোঁড়ামী সুষ্পষ্ট, বৃদ্ধ ও দুর্বল যার হাড়ের মজ্জা নাই (শুকিয়ে গেছে);


আলী (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের নির্দেশ দিয়েছেনআমরা যেন (কুরবানীর  পশুর) চোখ ও কান উত্তমরুপে দেখে নেই;আমরা যেন কুরবানী না করি এমন পশু দিয়ে যা কানা বা অন্ধ,



যার কান অগ্রভাগ বা শেষের অংশ কাটা;  যার  কান পাশের দিকে ফেঁড়ে গেছে বা গোলাকার ছিদ্র করা হয়েছে.



আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 
রাসুলুল্লাহ (সা.) কান  কাটা ও শিং ভাঙ্গা পশু দিয়ে কুরবানী করতে  নিষেধ করেছেন






be Organized by Holy Islam
 
O.H.I

For More visit:  http://ohioftruth.blogspot.com/