দৈনন্দিন পথনির্দেশিকা
বিচারপতি তোমার বিচার …
বুরাইদা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
তাদের মধ্যে এক শ্রেণী জান্নাতী এবং অপর দুই শ্রেণী জাহান্নামী;
· যে বিচারক প্রকৃত সত্য অনুবাধন করে তদনুযায়ী ফয়সালা দিয়েছে সে জান্নাতী;
· আর যে বিচারক প্রকৃত সত্য অনুবাধন করেও তার বিপরীতে ফয়সালা দিয়েছে সে জাহান্নামী;
· আর যে বিচারক অজ্ঞতার উপর লোকদের ফয়সালা করে সেও জাহান্নামে যাবে.
[আবু দাঊদ ও ইবনে মাজাহ থেকে মিশকাতে]
[এন্তেখাবে হাদীস হাদীস নং ৩৮৯]
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: