দৈনন্দিন পথনির্দেশিকা
বদলী হজ্জ
তিনি বলেন, আমের গোত্রর জনৈক ব্যক্তি বললো হে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতা অত্যন্ত বৃদ্ধ,হজ্জ এবং উমরা আদায় করা তার সাধ্যের বাইরে এবং সওয়ারীতে সফর করার শক্তিও তার নেই; তিনি বললেন, তোমার পিতার পক্ষ থেকে তুমি হজ্জ ও উমরা করো.
[সুনান আবু দাঊদ ১৮১০]
ইবনে আব্বাস(রা) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ
“লাব্বাইকা আন শুবরুমা” তিনি জিজ্ঞেস করলেন- শুবরুমা কে? সে বললো, আমার ভাই অথবা আমার নিকটান্তয়ী; তিনি বলেনঃ তুমি কি (পূর্বে) তোমার নিজের হজ্জ আদায় করেছো? সে বললো, না; তিনি বললেন- আগে তোমার নিজের হজ্জ আদায় করো এবং শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো.
[সুনান আবু দাঊদ ১৮১১]
Bangla reading problem visit:
be Organized by Holy Islam
O.H.I
For More Visit:
O.H.I
For More Visit: